Page 1 of 4, showing 12 of 46 results
হোন্ডা সিবি ট্রিগার বিশ্বখ্যাত হোন্ডা মোটরস কোম্পানির ন্যাকেড স্পোর্টস বাইক। বাইকটি ট্রিগার নামেই বহুল পরিচিত। হোন্ডা সিবি ট্রিগার বাইকটিতে রয়েছে ১৪৯.১ সি.সি ডিসপ্লেসমেন্টের ইঞ্জিন যা সর্বোচ্চ ১৪ বিএইচপি শক্তি এবং ১২.৫ এনএম টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের ধরন এয়ার কুল্ড, ৪ স্ট্রোক, এস আই। শক্তিশালী এই ইঞ্জিনের সাহায্যে হোন্ডা সিবি ট্রিগার খুব সহজেই ঘন্টায় ১২৯ কলোমিটার গতিতে পৌঁছে যায়। হোন্ডা সিবি ট্রিগার এর ট্রান্সমিশনে রয়েছে ৫স্পীড গিয়ার বক্স। সাশ্রয়ী এই বাইক প্রতি লিটার জ্বালনিতে ৫৫ কিলোমিটার পথ চলতে পারে। রাইডিং স্বাছন্দময় করতে সামনে টেলিস্কোপিক ও পেছনে মনোশক সাসপেনশন দিয়েছে প্রস্তুতকারক কোম্পানি। হোন্ডা সিবি ট্রিগার এর ব্রেকিং-এ ডিস্ক ব্রেক ব্যবহার করেছে হোন্ডা মোটরস। এ্যালয় চাকার সাথে রয়েছে টিউবলেস টায়ার। ফুল ডিজিটাল কনসল প্যানেল ভীষণ নজরকাড়া।
Honda CB Trigger is a naked sports bike of the world famous Honda Motors. The bike is well known by the name Trigger. Honda CB Trigger powered by 149.1 cc engine, which generates 14 bhp of power and 12.5 Nm of torque. The engine is air cooled, 4 stroke, SI. 5 speed gearbox in transmission. The bike can run at a speed of 129 kilometers per hour. This fuel efficient bike has a mileage of 55 km/l. The Honda CB Trigger bike has a telescopic fork with monoshock rear suspension to make riding comfortable. Honda Motors has arranged disc brakes on both the front and rear of Honda CB Trigger. Tubeless tires have been used with alloy wheels. The console panel is fully digital.