Yamaha 'র এক্সচেঞ্জ ফেস্টিভাল চলছে তাদের বিভিন্ন শোরুমে!
2020 Feb 11 09:18:00
এই ফেব্রুয়ারি মাসে দেশের
বিভিন্ন ইয়ামাহা শোরুমে
থাকছে "Yamaha Presents Exchange Festival"। এই
ইভেন্টে থাকছে যে কোনো
ব্রান্ড ও মডেলের মোটরসাইকেল
এক্সচেঞ্জ করে ইয়ামাহা
মোটরসাইকেল কেনার সুবিধা।
ইভেন্টে সকল ক্রেতার জন্য
চলতি মাসের রেগুলার অফার
সাথে থাকছে আকর্ষনীয়
এক্সচেঞ্জ অফার।
দেশব্যাপি যে সকল শোরুমে
থাকছে "Yamaha Presents Exchange Festival"
#১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের
Meem Motors.,
#১৮ ফেব্রুয়ারি খুলনার RINS Consortia,
#২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের
Motorcycle Gallery, Chittagong, রাজশাহীর Unique
Motorsports, কুমিল্লার Biker's Gallery,
বরিশালের M/S RATUL AUTO এবং রংপুরের
Neon Auto,
#২৪ ফেব্রুয়ারি সিলেটের Ayesha Lais
Motors
#এবং ২৮ ফেব্রুয়ারি মালিবাগ,
ঢাকার Bike Shop ও ময়মনসিংহের M/s, Amin
Enterprise
এক্সচেঞ্জ অফারের নিয়মাবলীঃ
আপনার বর্তমান বাইকটি
এক্সচেঞ্জ করে R15, MT15 কিংবা NMAX
নিলে পাচ্ছেন বর্তমান
মূল্যের উপরে ৬,০০০ টাকা ছাড়,
FZ FI V3 এবং FZS FI V3 নিলে পাচ্ছেন
৫,০০০ টাকা ছাড় নিলে পাচ্ছেন,
FZS FI V2 Double Disc নিলে পাচ্ছেন ৪,০০০
টাকা ছাড় নিলে পাচ্ছেন,
Saluto 125cc এবং RayZR Street Rally নিলে
পাচ্ছেন ২,০০০ টাকা ছাড়!
আপনার বর্তমান বাইকটি যদি
ইয়ামাহাই হয়ে থাকে তবে
সেক্ষেত্রে আপনি পাবেন আরো
অতিরিক্ত ১,০০০ টাকা ছাড়!
এই ইভেন্টে সকল ক্রেতার জন্য
এক্সচেঞ্জ অফারের সাথে চলতি
মাসের রেগুলার অফার প্রযোজ্য
হবে।
এক্সচেঞ্জ প্রক্রিয়া ও
নিয়মাবলীঃ
১। ইভেন্টের দিন যে বাইকটি
এক্সচেঞ্জ করতে চান সেই
বাইকটি নিজে নিয়ে আসতে হবে,
বাইকের সকল কাগজপত্রসহ। আপনি
যে জেলার ইভেন্টে অংশ
নিচ্ছেন সে জেলার
রেজিস্ট্রিকৃত বাইক
এক্সচেঞ্জ প্রোগ্রামের
আওতায় পড়বে।
২। আপনার জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি অথবা ড্রাইভিং
লাইসেন্সের ফটোকপি অথবা
পাসপোর্ট এর ফটোকপি ও ২ কপি
পাসপোর্ট সাইজের ছবি সাথে
আনতে হবে।
৩। ইয়ামাহা এক্সচেঞ্জ
প্রোগ্রামে সংশ্লিষ্ট জেলার
স্বনামধন্য বাইক রিসেলারগণ
অংশগ্রহণ করবেন এবং যেকোনো
একজন রিসেলার আপনার বাইকটি
সেরা দামে ক্রয় করবেন এবং
ক্রয়কৃত মূল্য বাইকের বুকিং
হিসেবে রাখা হবে।
৪। আপনার পছন্দের ইয়ামাহা
বাইকটি ক্রয় করতে বাকি যত
টাকা প্রয়োজন, তা ডিলার
পয়েন্ট থেকে বাইক ডেলিভারির
সময় পরিশোধ করতে হবে।
৫। ইভেন্টে বাইক রিসেলের পর,
আপনাকে আপনার ইয়ামাহা বাইকটি
২৯ ফেব্রুয়ারির এর মধ্যে
ডিলার পয়েন্ট থেকে সংগ্রহ
করতে হবে। এক্ষেত্রে
ইয়ামাহার ফেব্রুয়ারি মাসের
রেগুলার অফার আপনার জন্য
প্রযোজ্য হবে।
৬। নির্দিষ্ট সময়ের মধ্যে
বাইক ডেলিভারি না নেয়া হলে
ইভেন্টে দেয়া এক্সচেঞ্জ অফার
কার্যকর হবে না।