বাইকের তেল বাঁচানোর সহজ উপায়
2020 Jan 25 10:20:00
জ্বালানি তেলের দাম এখন আকাশ
ছোঁয়া । বাইক চালকদের তেল
কিনতে গিয়ে রীতিমত হিমশিম
খেতে হয়। বাইক চালানোর
ক্ষেত্রে কিছু বিষয়ের দিকে
খেয়াল রাখলে অনেক তেল
বাঁচানো সম্ভব। এতে খরচ
কমবে। কিছুটা হলেও হ্রাস
পাবে টেনশন।
• বড়জোড় ৪০ থেকে ৫০
কিলোমিটার গতিতে বাইক
চালাবেন।
• টায়ারের পাম্প নির্দেশনা
মত রাখুন। টায়ারে বাতাস কম
থাকলে জ্বালানি খরচ অনেক
বেড়ে যাবে।
• বাইকের চেইনের টান টান ভাব
যেন ঠিক থাকে। অতিরিক্ত ঢিলা
চেইন পেট্রোল খরচ বাড়িয়ে
দেয়।
• মোটরসাইকেল চালানোর
অবস্থায় বেশিসময় ক্লাচ
চেপে রাখবেন না।
• অনেকক্ষন ধরে লো গিয়ারে
মোটরসাইকেল চালালে জ্বালানি
খরচ বাড়বে। টপ গিয়ারে
চালালে জ্বালানি খরচ কম হয়।
• সরাসরি রোদে মোটরসাইকেল
রাখলে জ্বালানি বাষ্প আকারে
উড়ে যেতে পারে।
• বাইক চালানোর সময় ব্রেক
হালকা করে চেপে রাখবেন না।
• ইঞ্জিন স্টার্ট থাকা
অবস্থায় অথবা বাইক
দাঁড়িয়ে থাকা অবস্থায়
অযথা থ্রটল ঘুরাবেন না ।
• বেশি সময়ের জন্য কোথাও
দাঁড়াতে হলে অথবা যানজটে
আটকে গেলে বাইকের ইঞ্জিন
বন্ধ রাখুন।
• বাইক চালানোর সময় যেদিকে
এয়ার ফিল্টার আছে, সেদিকটা
খোলা রাখুন।
• ইঞ্জিন চালু অবস্থায় ঢেকে
রাখবেন না, ইঞ্জিন অতিরিক্ত
গরম হলে জ্বালানি খরচ
বাড়বে।
[সূত্রঃ অনলাইন]