ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভাল
2023 Nov 14 18:54:00
চলতি মাসের মাঝামাঝি সময়ে
ইয়ামাহা এক্সচেঞ্জ
ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে
ইয়ামাহা মোটরস বাংলাদেশ-
এসিআই মোটরস লিঃ। ফেস্টিভালে
পুরনো বাইক বদলে নতুন
ইয়ামাহা বাইক তো নিতেই
পারবেনই, কেউ যদি বাইকারদের
ব্যবহার করা কোন বাইক কিনতে
চান তাদের জন্যও সেই সুযোগ
থাকছে ইয়মাহা এক্সচেঞ্জ
ফেস্টিভালে।
যেকোনো ব্র্যান্ডের ব্যবহৃত
বাইক বদলে ইয়ামাহা
মোটরসাইকেল নিজের করে নেওয়ার
কথা যারা ভাবছেন তাদের জন্য
দারুণ সুযোগ এটি। তবে
ফেসটিভাল সারা দেশ জুড়ে
হচ্ছে না। ঢাকা শহরে পাঁচটি
ডিলার পয়েন্টে এবং ঢাকা
শহরের বাইরে সারাদেশে আরো
একুশটি ডিলার পয়েন্টে এই
সুযোগ পাবেন ইয়ামাহা ভক্তরা।
প্রতি মাসে ইয়ামাহা বিভিন্ন
অফার দিয়ে থাকে। ইয়ামাহা
মোটরস - এসিআই মোটরস লিঃ এ
মাসেও ক্যাশবাক অফারের সেই
ধারাভিকতায় ব্যত্যয়
ঘটায়নি।। এক্সচেঞ্জ
ফেস্টিভালে চলতি মাসের
ক্যাশব্যাক অফারের সুযোগটিও
মিস হবে না ফেস্টিভালে
অংশগ্রহণকারীদের।
নির্দিষ্ট ভেন্যুগুলোতে
বাইক এক্সেঞ্জ করার পাশাপাশি
ব্যবহৃত বাইক ক্রয়ের সুবিধা
রেখেছে ফেস্টিভাল আয়োজক।
বাইক এক্সচেঞ্জ ফেস্টিভালে
এসে বাইকারগণ তাদের ব্যবহৃত
যেসব বাইক দিয়ে যাচ্ছেন
সেসকল বাইক ক্রয়ের সুবিধা
পাবেন ব্যবহৃত বাইক ক্রয়
করতে ইচ্ছুক বাইকার বা
ক্রেতাগণ।
ইয়ামাহা বাইক এক্সচেঞ্জ
আগামী ১৭ নভেম্বর ২০২৩
তারিখে শুরু হয়ে চলতে থাকবে
আগামী ২১ নভেম্বার ২০২৩
পর্যন্ত।
কিভাবে বাইক এক্সচেঞ্জ
করবেন?- বাইক এক্সচেঞ্জ করার
জন্য একটি অনলাইন ফর্ম ফিলাপ
করতে হবে। ফর্ম থেকেই জেনে
নেওয়া যাবে কোন কোন ভেন্যুতে
বাইক এক্সচেঞ্জ ফেস্টিভাল
হতে চলেছে। একই ভাবে
বাইকারদের ব্যবহৃত বাইক
কিনতে চাইলেও অনলাইন ফর্ম
ফিলাপ করতে হবে। দুটি অনলাইন
ফর্মের লিংক নিচে দিয়ে রাখা
হচ্ছে।
বাইক এক্সচেঞ্জ ফর্মের লিংক-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfuYAxleggBQddqK-bXe_ARPVg2uMwVM1kRBejD1escZpd2bQ/viewform
ব্যবহৃত বাইক ক্রয়ের লিংক-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScNGv9GgS8l_Q6JeAIvbfvzNpI5y4oT4-Xx49VnnuyqqdqugA/viewform