ভয়েস কমান্ডে চলবে ই-স্কুটার

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক বা প্রডাক্টস খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

ভয়েস কমান্ডে চলবে ই-স্কুটার

2022 Mar 17 08:40:00
ই-স্কুটাররে বাজারে টিভিএস জুপিটার স্কুটারটি অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে টিভিএস জুপিটার ১১০সিসি ভারতের অন্যতম বেস্ট সেলিং স্কুটার। সেই জনপ্রিয়তার দিকে নজর রেখেই জুপিটারের একটি নতুন মডেল নিয়ে হাজির হয়েছে টিভিএস মোটরস, যার নাম টিভিএস জুপিটার জেডএক্স (TVS Jupiter ZX)। তবে বহুল-জনপ্রিয় অরিজিনাল জুপিটারকে সংস্থা একেবারেই ভুলে যায়নি। টিভিএস তাদের জুপিটার জেডএক্স ভ্যারিয়েন্ট সম্প্রতি ভারতের বাজারে স্মার্টজনেক্ট (SmartXonnect) ভার্সনে লঞ্চ করেছে। এর মূল হাইলাইটগুলোতে ভয়েস কমান্ড ফিচার ও স্মার্টফোন কানেক্টিভিটি থাকছে। অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে স্কুটার কানেক্ট করা যাবে। জুপিটারের অন্যান্য ভ্যারিয়েন্টের সঙ্গে আলাদা করার জন্য নতুন টিভিএস জুপিটার জেডএক্স সিলভার ওক রঙের অভ্যন্তরীণ প্যানেল এবং ফ্রেশ ডিজাইনের ডুয়েল টোন সিট দেওয়া হয়েছে। পেছনের যাত্রী যাতে আরাম করে বসতে পারে, এজন্য একটি ব্যাকরেস্টও দেওয়া হয়েছে। যান্ত্রিক দিক থেকে অবশ্য এই স্কুটারে বিশেষ কোনো পরিবর্তন করা হয়নি। টিভিএস জুপিটার জেডএক্স ১১০ সিসি ইঞ্জিনে আগের মতোই দৌড়াবে। যা ৫.৮ কিলোওয়াট পাওয়ার ও ৮.৮ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি ইন্টেলিগো টেকনোলজি, আইটাচস্টার্ট ও একটি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর সিস্টেমের সঙ্গে এসেছে। স্কুটারটির অন্যান্য ফিচারগুলোর মধ্যে ২ লিটার গ্লভবক্স, মোবাইল চার্জার, এলইডি হেডল্যাম্প, ২১ লিটারের বুট স্টোরেজ ও ফ্রন্ট ডিস্ক ব্রেক উল্লেখযোগ্য। নতুন টিভিএস জুপিটার জেডএক্সের দাম রাখা হয়েছে ভারতীয় বাজারে ৮০ হাজার ৭৯৩ টাকা (এক্স-শোরুম)৷ স্কুটারটি ম্যাট ব্ল্যাক ও কপার ব্রাউন রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। [সূত্র: জাগো নিউজ]

প্রডাক্টস সাজেশন