সস্তায় নতুন মডেলের বাইক আনছে রয়েল এনফিল্ড

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক বা প্রডাক্টস খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

সস্তায় নতুন মডেলের বাইক আনছে রয়েল এনফিল্ড

2021 Dec 21 09:34:00
২০২২ সালের ফেব্রুয়ারিতে আসছে রয়েল এনফিল্ডের নতুন মডেল। এটির নাম দেওয়া হতে পারে স্ক্র্যাম ৪১১। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও তেমন কিছু জানানো হয়নি। তবে কোম্পানি সূত্রে মতে, এ গাড়ির ডিজাইনে থাকছে নতুন চমক। হিমালয়ান বেসড এক্সেটেরিয়র ডিজাইন থাকবে বাইকের। এতে উইন্ডস্ক্রিন, স্পিলট সিট, স্ট্যান্ডার্ড লাগেজ ব্যাগ এবং লার্জ ফ্রন উইলের মতো একাধিক আকর্ষণীয় ফিচার্স যুক্ত করা হবে। এছাড়াও ছোট চাকা, লোয়ার সাসপেন্সর ট্রাভেল, সিঙ্গেল সিট এবং পিলিয়ন গ্র্যাব হ্যান্ডেল থাকবে। এর হাইওয়ে ক্রিজিং মেশিন আরও উন্নত হবে। এটি ৪১১ সিসির বাইক হবে বলে ধারণা করা হচ্ছে। এই বাইকের মূল্য অন্যগুলোর তুলনায় সস্তা হবে বলে শোনা যাচ্ছে। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখেই বাইক কোম্পানি নতুন বাইকের দাম নির্ধারণ করবে। এছাড়ও নতুন বছরে একাধিক চমক নিয়ে আসছে রয়েল এনফিল্ড বাইক কোম্পানি। জেনে রাখা ভালো স্ক্র্যাম ৪১১ ভারতের বাজারে মিলবে। [ডেইলি বাংলাদেশ]

প্রডাক্টস সাজেশন