বাইক চুরি ঠেকাতে নতুন প্রযুক্তি আনল ইয়ামাহা
2021 Sep 21 09:16:00
মোটরসাইকেল চোরদের হতাশ করে
ব্লুটুথ প্রযুক্তি আনল
ইয়ামাহা। আপনার স্মার্ট ফোনে
ইয়ামাহা কানেক্ট এক্স
অ্যাপ্লিকেশন ডিভাইসের
মাধ্যমে মোটরসাইকেলের উপরে
সর্বক্ষণ নজরদারি চালানো
যাবে। ফলে রাস্তায় বেরিয়ে
বাইকে রেখে কাছাকাছি কোথাও
গেলেও চুরি হওয়ার ভয় নেই।
ইয়ামাহা কানেক্ট এক্স
ডিভাইসের বিভিন্ন ফিচারের
সাহায্যে বাইকের লোকেশন, ই-লক,
হ্যাজার্ড লাইট, রাইডিং
হিস্ট্রির পাশাপাশি পার্কিং
রেকর্ডও জনাতে পারবেন।
ওই অ্যাপ্লিকেশন
স্মার্টফোনে ডেডিকেটেড
অ্যাপের মাধ্যমে চালককে
বাইকের সঙ্গে যুক্ত করবে।
সেই সঙ্গে জিপিএস ব্যবহার
করে চালক দূরত্ব, গড় স্পিড,
কতবার ব্রেক করা হয়েছে সেই
সংখ্যা এবং কোথায় কোথায়
বাইকটি পার্কিং করা হয়েছে তা
জানতে পারবেন।
আপাতত ব্লটুথ কানেকটিভিটি
ফিচার যুক্ত করা হয়েছে
ইয়ামাহা এফজেডএস-এফআই ডার্ক
নাইট বিএস৬ ভ্যারিয়েন্টের
বাইকগুলিতে। তবে কোনও কেউ
চাইলে ইয়ামাহা এফজেড-এফআই
এবং ইয়ামাহা এফজেএস-এফআই ১৫০
সিসি সিরিজের সমস্ত
মোটরসাইকেলে অ্যাড-অন
অ্যাক্সেসারি হিসেবে এটি
ইনস্টল করতে পারবেন। সে জন্য
অবশ্য টাকা খরচ করতে হবে।
ইয়ামাহার অথরাইজ ডিলারথেকে
থেকে এই ডিভাইস কিনতে হবে।
[ঢাকা টাইমস]