মোটরসাইকেল সাইড স্ট্যান্ড করতে সতর্কতা

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

মোটরসাইকেল সাইড স্ট্যান্ড করতে সতর্কতা

2021 Jun 26 08:48:00
বাইক পার্ক করতে বেশিরভাগ সময় সাইড স্ট্যান্ড ব্যবহার করেন না এমন বাইকার পাওয়া যাবে না। অনেক সময় তাড়াহুড়ায় অনেকেই সাইড স্ট্যান্ড না তুলেই রাইড শুরু করেন মনের ভুলে। এমন অবস্থায় স্পিড ব্রেকার বা রাস্তার উঁচু কিছুর সাথে স্ট্যান্ড লেগে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। আবার কখনো খুব ব্যস্ততায় বাইক থেকে নেমে পূর্ণ ভাবে সাইড স্ট্যান্ড না নামিয়ে পার্ক করলে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার প্রিয় বাইকটি। তাই স্ট্যান্ড নামানোর সময়ও সতর্কতা জরুরী। রাইডিং শুরু করার আগে ও রাইড শেষে বাইক থেকে নামার সময় দুইটি পদ্ধতি অনুসরণ করলে এমন দুর্ঘটনা এড়ানো যায় সহজেই। ১. যখন বাইকে উঠবেন তার আগে ডান হাত দিয়ে সামনের ব্রেক চেপে ধরবেন। এরপর ডান পা দিয়ে আপনার বাইকের সাইড স্ট্যান্ডটি উঠিয়ে তারপর বাইকে চড়বেন। ২. একই ভাবে যখন বাইক থেকে নামবেন। তখন নামার পর ডান হাত দিয়ে সামনের ব্রেক চেপে ধরে ডান পা দিয়ে আপনার বাইকের সাইড স্ট্যান্ডটি ভালভাবে নামিয়ে আনুন। এরপর নিশ্চিত হতে স্ট্যান্ডটিকে আরো একবার আপনার ডান পা দিয়ে সামনের দিকে ধাক্কা দিন। এখন বাইকটি স্ট্যান্ডের ওপর দাঁড় করান। অবশ্যই সমতল কোনো স্থানে বাইক পার্ক করবেন, যেন বাইকটি ভারসাম্য ঠিক থাকে।

প্রডাক্টস সাজেশন