ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভাল, মার্চ ২০২১

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক বা প্রডাক্টস খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

ইয়ামাহা এক্সচেঞ্জ ফেস্টিভাল, মার্চ ২০২১

2021 Mar 17 03:37:00
মার্চ মাসে দেশব্যাপি ইয়ামাহা নিয়ে এলো "Yamaha Presents Exchange Festival, March 2021" ইভেন্ট। এই ইভেন্টে আপনার যেকোনো ব্রান্ডের পুরাতন বাইক বদলে নিতে পারছেন নতুন Yamaha XSR 155, R15 V3, MT-15, Fazer FI V2, FZS FI V3 ও FZS FI V2, Saluto 125cc, Ray ZR Street Rally মোটরবাইক। এছাড়াও বিভিন্ন ভেন্যুতে থাকছে ইয়ামাহা রাইডার্স ক্লাবে যুক্ত হওয়ার সুযোগ। আগামী ২১ ও ২২ মার্চে ঢাকার বিজিপ্রেস মাঠ, তেজগাঁওতে ঢাকার ডিলার পয়েন্ট গুলোর এই ইভেন্ট অনুষ্ঠিত হবে, এছাড়াও নিম্নে উল্লেখিত জেলার ডিলার পয়েন্টে ২১ ও ২২ মার্চে এই এক্সচেঞ্জ ফেস্টিভালটি অনুষ্ঠিত হবে: চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, নরসিংদি, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সাতক্ষীরা, নওগাঁ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, ফেনী, দিনাজপুর, সৈয়দপুর, রাজশাহী, ঝিনাইদহ, বগুড়া, কুমিল্লা, নারায়নগঞ্জ, রংপুর, রাজবাড়ী, শরিয়তপুর, কুষ্টিয়া, লক্ষীপুর, নোয়াখালী, চাঁদপুর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, যশোর, পাবনা, সিলেট, খাগড়াছড়ি। এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে ও ডিলার পয়েন্টগুলোর ঠিকানা পেতে নিচের লিংকে প্রবেশ করুন: t.ly/EKva এক্সচেঞ্জ অফারঃ আপনার যেকোনো ব্রান্ডের পুরাতন বাইকটি এক্সচেঞ্জ করে XSR 155, R15 V3, MT15 নিলে পাচ্ছেন বর্তমান মূল্যের উপরে ৫,০০০ টাকা ছাড়। Fazer FI V2 নিলে পাচ্ছেন বর্তমান মূল্যের উপরে ৩,০০০ টাকা ছাড়। FZS FI V3, FZS FI V2, Saluto 125cc এবং RayZR Street Rally নিলে পাচ্ছেন ১,৫০০ টাকা ছাড়! এই ইভেন্টে সকল ক্রেতার জন্য এক্সচেঞ্জ অফারের সাথে চলতি মাসের রেগুলার অফার প্রযোজ্য হবে। এক্সচেঞ্জ প্রক্রিয়া ও নিয়মাবলীঃ ১। এক্সচেঞ্জ ফেস্টে অনলাইনে রেজিস্ট্রেশন করে বুথে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশনের মাধ্যমে সরাসরি টোকেন সংগ্রহ করতে পারবেন। রেজিস্ট্রেশন লিংকঃhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSfvCvhW8S4BdAmYvxuqwRDpLMYXljlWk8P83tfxEeX_WVD5Kw/viewform?fbclid=IwAR0xN1WzH6IX67QkR2Gefk4jKs-VJqoQ4SPQ0kmqCl_Gtcf6gMdk3JdNzac ২। ইভেন্টের দিন যে বাইকটি এক্সচেঞ্জ করতে চান সেই বাইকটি নিজে নিয়ে আসতে হবে, বাইকের সকল কাগজপত্রসহ। আপনি যে জেলার ইভেন্টে অংশ নিচ্ছেন সে জেলার রেজিস্ট্রিকৃত বাইক এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় পড়বে। ৩। আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অথবা পাসপোর্ট এর ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে। ৪। ইয়ামাহা এক্সচেঞ্জ প্রোগ্রামে সংশ্লিষ্ট জেলার স্বনামধন্য বাইক রিসেলারগণ অংশগ্রহণ করবেন এবং যেকোনো একজন রিসেলার আপনার বাইকটি সেরা দামে ক্রয় করবেন এবং ক্রয়কৃত মূল্য বাইকের বুকিং হিসেবে রাখা হবে। ৫। আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি ক্রয় করতে বাকি যত টাকা প্রয়োজন, তা ডিলার পয়েন্ট থেকে বাইক ডেলিভারির সময় পরিশোধ করতে হবে। ৬। ইভেন্টে বাইক রিসেলের পর, আপনাকে আপনার ইয়ামাহা বাইকটি ৩১ মার্চের এর মধ্যে ডিলার পয়েন্ট থেকে সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে ইয়ামাহার মার্চ মাসের রেগুলার অফার আপনার জন্য প্রযোজ্য হবে। ৭। নির্দিষ্ট সময়ের মধ্যে বাইক ডেলিভারি না নেয়া হলে ইভেন্টে দেয়া এক্সচেঞ্জ অফার কার্যকর হবে না।

প্রডাক্টস সাজেশন