দেশে কেটিএম মোটরসাইকেল আনলো রানার
2021 Jan 27 02:58:00
অস্ট্রিয়ান মোটরসাইকেল
ব্র্যান্ড কেটিএম-এর
মোটরসাইকেল বাংলাদেশ আনলো
রানার অটোমোবাইলস লিমিটেড।
সোমবার (২৫ জানুয়ারি)
কেটিএম-এর দু’টি মডেলের
মোটরসাইকেল আনুষ্ঠানিকভাবে
উন্মোচন করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায়
অবস্থিত রানার অটোমোবাইলস
লিমিটেডের কারখানায়
আয়োজিত এক উদ্বোধনী
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে
উন্মোচন করা হয় এ দুটি মোটর
সাইকেল।
কেটিএম এর কেটিএম ১২৫ ডিউক
এবং কেটিএম আরসি ১২৫ মডেল
দু’টি এখন পাওয়া যাবে
বাংলাদেশে। এ উন্মোচন নিয়ে
রানার অটোমোবাইলস লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক ও
প্রধান নির্বাহী রিয়াজুল
চৌধুরী বলেন, ‘এই আনুষ্ঠানিক
উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে
বাংলাদেশে কেটিএম ডিউক এবং
কেটিএম আরসির যাত্রা শুরু
করতে পেরে আমরা অত্যন্ত
আনন্দিত। এর মধ্য দিয়ে
প্রিমিয়াম বাইকিং
অভিজ্ঞতার নতুন অধ্যায়ের
সূচনা করবে।’
আয়োজকরা জানান, কেটিএম’র
‘রেডি টু রেস’ ফিলোসফির
সঙ্গে ডিউক এবং আরসি
বাংলাদেশের মোটরসাইকেল
প্রেমীদের প্রত্যাশা পূরণে
সক্ষম হবে। কেটিএম ১২৫
ডিউকের রয়েছে লিকুইড-কুলড,
ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা
৯২৫০ আরপিএমে দেয় ১৪.৫ এইচপি
ক্ষমতা এবং ৮০০০ আরপিএমে দেয়
১২ নিউটন মিটার। এর
অ্যালুমিনিয়াম সিলিন্ডারের
ভেতরের দেয়ালে নিকাসিল কোটিং
দেয়া হয়েছে। এর হালকা ওজনের
আলাদা স্টিল ট্রেলিস
কাঠামোটি উন্নত চালনা
নিশ্চিত করে এবং ৪৩
মিলিমিটার ডায়ামিটার
আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক এবং
১০-ধাপের সামঞ্জস্যপূর্ণ
রিয়ার মনোশক বাংলাদেশের সকল
রাস্তায় আরামদায়ক রাইডিং -এর
নিশ্চয়তা প্রদান করে।
[বাংলা ট্রিবিউন]