কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে সাবধানতা
2021 Jan 22 03:53:00
ঘন কুয়াশায় রাস্তায় দুর্ঘটনা
বেড়ে যায়। শীতকালে ঘন
কুয়াশার কারণে এমনিতেই বেশি
দূর দেখা যায় না। রাস্তায়
বাইক চালানোর সময় অনেক
ক্ষেত্রে সামনের গাড়ি দেখা
যায় না অথবা তার
দূরত্ব আঁচ করা যায় না।
এজন্য ঘন কুয়াশার মধ্যে বাইক
রাইডিং এর ক্ষেত্রে সাবধানতা
অবলম্বন করা জরুরি। এর মধ্যে
রয়েছে-
১. কুয়াশায় দৃষ্টিসীমার
মধ্যে থামানো যায় এমন ধীর
গতিতে সব সময় নিরাপদ দূরত্ব
বজায় রেখে রাস্তায় গাড়ি
চালাতে হবে।
২. ফগ লাইট এবং পার্কিং লাইট
জ্বালিয়ে রাখতে হবে।
৩. কুয়াশায় রাস্তা ভেজা থাকে।
আবার দৃষ্টি সীমাও কমে যায়।
কখনো কখনো হঠাৎ ব্রেক করার
প্রয়োজন হতে পারে। এমন সময়
কুয়াশায় ভেজা রাস্তায় স্কিড
করার বা নিয়ন্ত্রণ হারানোর
ভয় থাকে। এদিকে নজর রেখে
বাইকের গতি সীমিত রাখা উচিৎ।
৪. হাই বিম এমন ভাবে আলো
প্রতিফলন করে যেন চোখের
সামনে যেন সাদা পর্দা টানানো
রয়েছে, এমন অবস্থ যেন তৈরি না
হয় সেদিকে খেয়াল রেখে হাই
বিমে গাড়ি চালানো থেকে বিরত
থাকা শ্রেয়। সব সময় লো-বিমে
গাড়ি চালাতে হবে।
৫. লেন পরিবর্তন বা ওভারটেকিং
করা যাবে না। কারণ পেছনের
গাড়ি ঘন কুয়াশায় সামনের
গাড়িকে নাও দেখতে পারে।