এন্টিলক ব্রেকিং সিস্টেমের সুবিধা

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

এন্টিলক ব্রেকিং সিস্টেমের সুবিধা

2021 Jan 17 03:22:00
অকস্মাৎ কোন দুর্ঘটনা থেকে বাঁচতে একজন বাইকারকে প্রচন্ড গতিতে ছুটতে থাকা তার বাইকটিকে জরুরি ব্রেক কষেন। তখন হতবুদ্ধি হয়ে একজন বাইকার এমন ভাবে ব্রেক লিভার চেপে ধরেন যে, বাইকের চাকা আর ঘুরতেই পারে না। এমন অবস্থায় ধাবমান গতির কারণে বাইকটি স্কিড করে সামনে এগিয়ে যেতে থাকে, আর এতে ঘটে ভয়ানক বিপদ। এমন পরিস্থিতি থেকে নিরাপদ থেকতে এন্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) চমৎকার কাজ করে। এবিএস ব্রেকিং সিস্টেমে ব্রেক লিভার চেপে রাখলেও ব্রেকপ্যাড প্রতি সেকেন্ডে কয়েকবার করে ডিস্ক প্লেট আকড়ে ধরে আর ছেড়ে দিতে থাকে। যার ফল স্বরূপ বাইকের চাকা একেবারে থেমে না যেয়ে বরং থেমে থেমে ঘুরতে থাকে, আর তাই বাইকটির স্কিড করার ঝুঁকি আর থাকে না। এতে বাইকার নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে যাওয়া থেকে রক্ষা পান। এই পদ্ধতিতে ব্রেক লিভার একবারই চেপে রেখে অল্প যায়গার ভেতরেই একজন বাইকার বাইকটিকে থামিয়ে ফেলতে পারেন। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে অতি সহজেই তিনি নিজেকে সরিয়ে নিতে পারেন।

প্রডাক্টস সাজেশন