মোটরসাইকেল রাইডিং-এ কিছু সতর্কতা

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

মোটরসাইকেল রাইডিং-এ কিছু সতর্কতা

2021 Jan 01 03:21:00
হেলমেট ব্যবহার অধিকাংশ বাইক এক্সিডেন্টে বাইকারের মাথায় আঘাত লাগে । মানুষের দেহের ও জীবনের জন্য মাথা খুবই গুরুত্বপূর্ণ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মাথা নিরাপদ রাখতে অবশ্যই প্রতিবার রাইডিং-এর সময় হেলমেট ব্যবহার করুন। প্রয়োজনীয় কাগজ সংগে রাখা মোটরসাইকেল নিবন্ধন সনদ, ট্যাক্স টোকেন, বীমা সনদ, ফিটনেস সনদ, ড্রাইভিং লাইসেন্স সাথে রাখুন। প্রয়োজনে ব্যাগ ব্যবহার করুন। সেফটি গিয়ার ব্যবহার করা রাডিং এর সময় হেলমেট, জুতা, হাটু ও কুনুই গার্ড ইত্যাদি ব্যবহার করুন। উজ্জ্বল রঙের পোশাক পরিধান করুন। ঋতু ভেদে উপযুক্ত পোশাক গ্রহণ করুন। নিয়ন্ত্রিত গতি অনিয়ন্ত্রিত গতি ঝুঁকিপূর্ণ। ৪র্থ গিয়ারে ৪০-৫০কিমি / ঘন্টা স্পীডে বাইক চালালে বাইকের জন্য, নিজের জন্য যেমন ভালো, তেমনি তেল সাশ্রয়ীও বটে। দুইজনের বেশি না থাকা রাইডিং এ চালকসহ দুই জনের বেশি আরোহী না হওয়া। মোবাইল ব্যবহার না করা বাইক চালানোর সময় মোবাইল ফোনে কখনই কথা বলবেন না। একান্ত যদি কথা বলতেই হয়, তাহলে উপযুক্ত স্থানে বাইক থামিয়ে তারপর কথা বলুন।

প্রডাক্টস সাজেশন