এ্যারোডায়নামিক হেলমেট

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক বা প্রডাক্টস খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

এ্যারোডায়নামিক হেলমেট

2020 Sep 21 03:10:00
বাইক রাইডিং-এর সময়, একজন রাইডারকে সুরক্ষয়ার বিষয়টি সবার আগে নিশ্চিত করা দরকার। রাইডারের প্রাথমিক সুরক্ষার কথা ভাবলে লিস্টের প্রথমে হেলমেট ছাড়া অন্য কোন বিকল্প হতেই পারে না। পৃথিবীর প্রায় সব দেশেই রাইডারদের হেলমেট ব্যবহার আইনত বাধ্যতামূলক। একটা সময় অবশ্য রাইডাররা হেলমেট ছাড়া মোটরবাইক চালানোকে হিরোইজম, স্মার্টনেসের অংশ মনে করতো। তবে এখন এতো চমৎকার ডিজাইন এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন হেলমেট বাজারে পাওয়া যাচ্ছে যে, হেলমেটই হয়ে উঠেছে রাইডারদের স্মার্টনেসের একটা অংশ। এ্যারোডায়নামিক ডিজাইনের হেলমেটের জন্য যে কোন রাইডারই খরচ করতে রাজি থাকবে, এই ডিজাইনের হেলমেট গুলো বাইককে সুঁই সমতুল্য সঠিক ট্র্যাকে রাখতে সাহায্য করে, দ্রুত গতিতে চলার সময় কানে খুব কম নয়েজ হয়। তবে আরেকটা পরামর্শ এখানে অবশ্য উল্লেখ্য, মজবুত, আঘাত সহ্য করতে পারবে, এসব বিবেচনার সাথে সাথে হালকা ওজনের দিকেও খেয়াল রাখতে হবে হেলমেট কেনার ক্ষেত্রে, এতে দীর্ঘ রাইডিং এ আপনার ঘাড়, মাথা ব্যথা হওয়া সম্ভাবনা কমবে। অর্থনৈতিক প্রস্তুতি নিয়ে রাখুন, ভালো হেলমেটের জন্য হয়তো কিছুটা বেশি খরচ করতে হবে, তবে দীর্ঘ রাইডিং এ নিরাপত্তা এবং উপভোগের কথা ভেবে কিছুটা বেশি খরচ করে ভালো জিনিস নেয়া যেতেই পারে৷ (অনলাইন থেকে সংগৃহীত)

প্রডাক্টস সাজেশন