মোটরসাইকেল চালানোর আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন (৩)

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

মোটরসাইকেল চালানোর আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন (৩)

2020 Sep 20 03:21:00
মোটরসাইকেল চালানো যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই বিপজ্জনক। ন্যাশনাল মোটরসাইকেল ইনস্টিটিউটের এক গবেষণায় জানা গেছে, গাড়ি চালানোর তুলনায় মোটরসাইকেল চালানো ২৭ গুণ বেশি ঝুঁকিপূর্ণ। তাই মোটরসাইকেল চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। তারপরও আপনি যদি মোটরসাইকেলের রোমাঞ্চকর যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করেন তবে এই ১৭টি নিরাপত্তা টিপস আপনার জন্য। # রক্ষণাত্মকভাবে মোটরসাইকেল চালান রক্ষণাত্মকভাবে মোটরসাইকেল চালালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য প্রতিযোগিতা না করে নিয়ম মেনে আশেপাশে লক্ষ্য রেখে মোটরসাইকেল চালান। # আপনার লক্ষ্যের দিকে নজর রাখুন ও বাঁকের প্রতি খেয়াল রাখুন আপনি যেদিকে মোটরসাইকেল চালাচ্ছেন সেদিকে ভালো করে খেয়াল রাখুন। সামনে বাঁক থাকলে কতটুকে গিয়ে আপনি বাঁক নিবেন সেদিকেও সজাগ দৃষ্টি রাখুন। # আপনার মোটরসাইকেলে এন্টি লক ব্রেক লাগান এন্টি লক ব্রেক (Anti lock Break) আপনার মোটরসাইকেলের ব্রেককে পুরো নিয়ন্ত্রণে রাখে। এটি আপনাকে ব্রেকের কারণে হওয়া দুর্ঘটনা থেকে রক্ষা করবে। তাই আপনার মোটরসাইকেল কেনার সময় অ্যান্টি লক ব্রেক লাগিয়ে নিন। # পছন্দের জায়গায় বাইক চালান আপনার সামর্থ্য সম্পর্কে জানুন। সেই রাস্তায় মোটরসাইকেল চালান যে রাস্তায় আপনার চেয়ে ভালো কেউ মোটরসাইকেল চালাতে পারবে না এমন আত্নবিশ্বাস যেন আপনার থাকে। # ট্রাফিক আইন মেনে চলুন ট্রাফিক আইন অমান্য করার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। ট্রাফিক আইন মেনে চললে হয়তো আপনার গন্তব্যে পৌঁছাতে দেরি হবে, কিন্তু সময়ের চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি। তাই সবসময় ট্রাফিক আইন মেনে চলুন। # আপনার পেছনের যাত্রীকে শিক্ষা দিন পেছনের যাত্রীর জন্য বেশ কিছু নিরাপত্তাজনিত নিয়ম রয়েছে। তাকে সেসব সম্পর্কে জানিয়ে দিন। কেননা, পেছনের যাত্রীর অসতর্কতার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। # ভালো মেজাজে চালান মন, মেজাজ ভালো না থাকলে, পর্যাপ্ত ঘুম না হলে, বাইকার প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে মোটরসাইকেল চালাতে পারেন না। যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই মোটরসাইকেল চালানোর আগে নিজের মেজাজের বিষয়টি কখনো অবহেলা করবেন না। যদিও এটি প্রমাগত সত্য, মোটরসাইকেল অন্যান্য যানবাহন থেকে অধিক ঝুঁকিপূর্ণ; তারপরও উপরে উল্লেখিত সতর্কতাগুলি অবলম্বন করলে আপনার দূর্ঘটনার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই, মোটরসাইকেল চালানোর সময় এই নিরাপত্তা টিপসগুলো মেনে চলুন। মনে রাখবেন, যেকোন কিছু থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি। [অনলাইন থেকে সংগৃহীত]

প্রডাক্টস সাজেশন