মোটরসাইকেল চালানোর আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন (২)
2020 Sep 18 03:49:00
মোটরসাইকেল চালানো যতটা
রোমাঞ্চকর, ঠিক ততটাই
বিপজ্জনক। ন্যাশনাল
মোটরসাইকেল ইনস্টিটিউটের এক
গবেষণায় জানা গেছে, গাড়ি
চালানোর তুলনায় মোটরসাইকেল
চালানো ২৭ গুণ বেশি
ঝুঁকিপূর্ণ। তাই মোটরসাইকেল
চালানোর সময় একটু বেশি
সতর্কতা অবলম্বন করতে হয়।
তারপরও আপনি যদি
মোটরসাইকেলের রোমাঞ্চকর
যাত্রার জন্য নিজেকে
প্রস্তুত করেন তবে এই ১৭টি
নিরাপত্তা টিপস আপনার জন্য।
? খারাপ আবহাওয়ায় চালানো
থেকে বিরত থাকুন
বরফ ও বৃষ্টি ভেজা রাস্তায়
মোটরসাইকেল চালানো খুবই
বিপজ্জনক। তাই, কোন সফরের
পরিকল্পনা করে থাকলে প্রথমে
সেখানকার আবহাওয়া সম্পর্কে
খেয়াল রাখুন। সেখানকার
আবহাওয়া খারাপ হলে
মোটরসাইকেল ব্যবহার না করে
অন্য কোন যানবাহন ব্যবহার
করুন।
? আপনার জন্য ভালো
মোটরসাইকেলটি কিনুন
আপনি যদি নতুন বাইকার হয়ে
থাকেন, তবে একটু ভেবে চিন্তে
মোটরসাইকেল কিনুন। আজকালকার
মোটরসাইকেল আগের
মোটরসাইকেলগুলো থেকে অনেক
শক্তিশালী ও গতিশীল। তাই
ভেবে চিন্তে আপনার জন্য ভালো
মোটরসাইকেলটি কিনুন।
? মোটরসাইকেলের সবকিছু
পরিদর্শন করুন
এটি নিরাপত্তার জন্য খুব
জরুরি একটি কাজ। প্রতিবার
মোটরসাইকেল চালানোর আগে
সবকিছু ঠিকভাবে কাজ করছে
কিনা দেখে নিবেন। এমনকি
আপনার মোটরসাইকেলটি যদি একদম
নতুন হয়, তাহলেও সবকিছু
ভালোভাবে পরীক্ষা করে
নিবেন।
? সবসময় হেলমেট ব্যবহার করুন
হেলমেট বাইকারের জন্য খুবই
প্রয়োজনীয়। হেলমেটের
কারণে মৃত্যুর ঝুঁকি থেকে
বাইকার রক্ষা পেতে পারেন।
তাই, একটি বেশি খরচ হলেও ভালো
মানের হেলমেট সবসময় ব্যবহার
করুন। কেননা, জীবনের চেয়ে
দামী আর কিছুই হতে পারেনা।
? আবহাওয়া সম্পর্কে জানুন
এটি সম্পর্কে ধারণা রাখা
একজন আরোহীর জন্য খুবই
জরুরী। সেক্ষেত্রে দূরের কোন
সফরের পরিকল্পনা করার আগে যে
শহর থেকে যাত্রা শুরু হবে
সেখানকার আবহাওয়ার
পাশাপাশি গন্তব্যের
আবহাওয়া সম্পর্কে ধারণা
রাখতে হয়।
? নির্ধারিত পোশাক পড়ুন
স্যান্ডেল কিংবা শর্টস পরতে
আরামদায়ক হলেও মোটরসাইকেল
চালানোর সময় এটি খুবই
বিপজ্জনক। কেননা কোন কারণে
আপনি যদি পড়ে যান, তবে এধরনের
কাপড় আপনাকে আঘাত থেকে রক্ষা
করতে পারবে না।
[অনলাইন থেকে সংগৃহীত]