ব্রেক প্যাড
2020 Sep 12 04:01:00
আমার মনে হয় আমরা সবচেয়ে
বেশি বাইকের এই পার্টস টি
পরিবর্তন করি। কিন্তু আমরা
কি জানি, কখন এটি পরিবর্তন
আবশ্যক। অধিকাংশ ক্ষেত্রে
আমরা ধারণার উপর ভিত্তি কোরে
সিধান্ত নিয়ে থাকি। দেখা
যায় যে, পরিবর্তিত ব্রেক
প্যাড টি আরো কিছু দিন
ব্যাবহার করা যেত। এতে আপনার
সময় সাথে টাকা ও বেঁচে যেত।
আপনার দুই চাকার গাড়ি
নিরাপদে চালাতে, নিয়মিত
আপনার ব্রেক প্যাড চেক করুন।
চেক করার সময় জদি দেখেন
ব্রেক প্যাড 2mm চেয়ে পাতলা
হয়ে গেছে তবেই পরিবর্তন
করুন।