কখন একটা বাইকের টায়ার চেঞ্জ করা প্রয়োজন

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক বা প্রডাক্টস খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

কখন একটা বাইকের টায়ার চেঞ্জ করা প্রয়োজন

2020 Sep 11 03:55:00
আসলে আপনি যদি নরমাল ড্রাইভ করেন তাহলে আপনার বাইকের টায়ার স্বভাবতই ২০০০০ কিলেমিটার পর্যন্ত অক্ষত থাকবে । কোন কোন সময় এটি ৩০০০০ কিলোমিটারও হতে পারে । কিন্তু আপনি যদি ঘন ঘন কড়া ব্রেক করেন বা রেসিং করে থাকেন তাহলে এই হিসাব বদলে যেতে পারে । তারপরও নীচের বিষয়গুলো বিবেচনা করে আপনি আপনার বাইকের টায়ার বদলাতে পারেন : ১. যদি বাইকের চাকায় গ্রীপ ক্ষয় হয়ে যায় বা কমে যায় ২. যদি বাইকের চাকায় কোনরকম ফাটল সৃষ্টি হয় ৩. বাইকের চাকার অন্য কোন সমস্যা দেখতে পান।

প্রডাক্টস সাজেশন