বাইক কেনার সময় যে কাগজ গুলি বুঝে নিবেন

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক বা প্রডাক্টস খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

বাইক কেনার সময় যে কাগজ গুলি বুঝে নিবেন

2019 Jul 10 17:24:00
আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারাও দেখবেন, রেগুলার সোশ্যাল মিডিয়ায় মানুষ জানতে চাই, কিভাবে নিজের বাইক রেজিস্ট্রেশন করবে। অধিকাংশ মানুষ এই কাজ টি শোরুমের উপর দিয়ে থাকে কারন এটিকে তারা ঝামেলার কাজ মনে করে। আবার জারা নিজেরা করারা চেষ্টা করেন তারাও ভিবিন্ন বাধার সম্মুখীন হন। অনেক ভাইকে দেখেছি বাইক কিনার পর ফাইল নিয়ে অনেক ভোগান্তিতে পড়েন। শুরুম থেকে কি কি কাগজ বুঝে নিবেন তাও ভালভাবে জানেন না। পরে দেখা যায় বি.আর.টি.এ তে গিয়ে আবার ফেরত আসতে হয়। তাদের জন্য আমার আজকের এই লেখা। ধৈর্য সহকারে পুরো লেখাটি পড়বেন। আশাকরি উপকৃত হবেন। রেজিষ্ট্রেশনের জন্য যে ফাইলটি দরকার হয় তা মোটামোটি 20-25 পাতার হয়। আমি নিচে সবগুলো পাতা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্ঠা করেছি মাত্র। (এটি শুধুমাত্র সিকেডি মোটরসাইকেলের জন্য প্রযোয্য হবে, তবে সিবিও মোটরসাইকেলের ক্ষেত্রেও প্রায় একই) শুরুম কর্তৃক প্রদানকৃত প্রত্যয়ন পত্র। ডিলারের নমুনা স্বাক্ষর (এক জেলা থেকে ক্রয় করে অন্য জেলায় নাম্বার করার সময় দরকার হয়) Owners particular /Specimen Signature Form of application for the registration of motor vehicle শুরুম কর্তৃক প্রদানকৃত সেল সার্টিফিকেট শুরুম কর্তৃক প্রদানকৃত ডেলিভারী চালান শুরুম কর্তৃক প্রদানকৃত মূশক-11 শুরুম কর্তৃক প্রদানকৃত ট্রেজারী চালান শুরুম কর্তৃক প্রদানকৃত ক্রয় চালান/মূশক ক্রয় চালান গেইট পাসা- অরিজিনাল নিতে হবে শুরুম কর্তৃক প্রদানকৃত ইনভয়েস (যে মোটরসাইকেলটি আপনি নিয়েছেন সেটি, যেই ইনভয়েস আছে সেটার পুরা সেট নিতে হবে)। বিল অব এন্ট্রি প্যাকিং লিস্ট বিল অব লেডিং) এল.সি কপি বাইক কেনার আনন্দে তাড়াহুড়া কেরবেনা। অধিকাংশ শোরুমের সেলস পারসন খুব সহযোগী মনোভাবের হয়ে থাকে। সময়নিয়ে নিজে সব কিছু বুঝে নিবেন। পরবর্তীতে আপনাদের সামনে আরও নতুন বিষয় নিয়ে হাজির হব। সুত্রঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

প্রডাক্টস সাজেশন