কিভাবে বুঝবেন স্পার্ক প্লাগ নষ্ট হয়ে যাচ্ছে
2020 Jun 02 08:55:00
স্পার্ক প্লাগ, বাইকের
অন্যতম গুরুত্ব পূর্ণ
পার্টস। স্পার্ক প্লাগ
বাইকের ইঞ্জিন চালু হতে
প্রধান ভুমিকা পালন করে। সেই
হিসেবে একে ইঞ্জিনের চাবি
বলা যেতে পারে।
যারা নিয়মিত বাইক চলান তারা
সকলেই জানেন বাইকের সময় ভেদে
বিভিন্ন পার্টস সার্ভিস
করতে হয় বা কোন কোন পার্টস
পরিবর্তন করতে হয়।
স্পার্ক প্লাগ তাদের মধ্যে
অন্যতম । বই এর ভাষ্য মতে
প্রতি ১০০০ কিঃমিঃ পর পর
বাইকের স্পার্ক প্লাগ
পরিষ্কার ও ৪০০০ কিঃমিঃ পর পর
পরিবর্তন করতে হয়। অবশ্য
চালানোর ধরন হিসাবে এটা ৪০০০
কিঃ মিঃ এর আগেও নষ্ট হতে পারে
আবার ৩০০০০ কিঃ মিঃ তেও একদম
নতুনের মত সার্ভিস দিতে
পারে।
জেকোন স্পার্ক প্লাগ নষ্ট
হয়ে যায় মুলত দুটি কারনে,
# ইঞ্জিনের এয়ার ও ফুয়েল এর
মিশ্রণ সঠিক না হলেঃ
বাইকের ইঞ্জিনে যদি এয়ার ও
ফুয়েলের মিশ্রণ সঠিক মাত্রায়
না হয় তবে স্পার্ক প্লাগে তেল
চলে আসবে। এতে স্পার্ক প্লাগ
তেলতেলে হয়ে যাবে। ফলে
স্পার্ক প্লাগ সঠিক মাত্রায়
স্পার্ক করতে পারবেনা। এর
কার্যকারিতা হারাবে।
# কোন অবস্থায় পানি প্রবেশ
করলেঃ
বৃষ্টিতে বা বাইক ওয়াশ করার
সময় যদি কোন ভাবে বাইকের
স্পার্ক প্লাগ ভিজে যায় আর
আপনি যদি এই অবস্থায় বাইক
স্টার্ট করার চেষ্টা করেন
তবে স্পার্ক প্লাগ জ্বলে
যেতে পারে।
সাধারণত বাইকের স্পার্ক
প্লাগ নষ্ঠ হয় খুব কম, বেশির
ভাগ খেত্রে এর শক্তি কমে যায়।
যখন এর শক্তি কমে যায় তখন এর
প্রভাব গিয়ে পরে ইঞ্জিনের
উপর।
প্রশ্নটা হচ্ছে আপনি কিভাবে
বুঝবেন যে বাইকের স্পার্ক
প্লাগ পরিবর্তন করতে হবে ।
আসুন বিষয় টা বোঝার জন্য আমরা
একটা ছবির সাহায্য নেই
প্রথম ছবিঃ এই ছবিতে দেখা
জাচ্ছে স্পার্ক প্লাগটি
বাদামি বর্ণের হয়ে আছে। এটা
স্পার্ক প্লাগ এর সবচেয়ে
নরমাল ও স্বাভাবিক অবস্থান।
আপনার বাইকের স্পার্ক প্লাগ
এই অবস্থায় থাকলে হালকা মুছে
লাগিয়ে দিন। এই অবস্থায় আপনি
আরো বেশ কিছু দিন চালাতে
পারবেন।
২য় ছবিঃ এই ছবিতে দেখা যাচ্ছে
স্পার্ক প্লাগটির একদম উপরের
অংশ বাদামি বর্ণের হলেও এর
বডিটি কালো হয়ে আছে। এর মানে
হচ্ছে স্পার্ক প্লাগটি
ঝুঁকিতে রয়েছে। আপনি এটি
পরিবর্তন করে নিলে সবচেয়ে
ভালো। তবের এর কার্যকারিতা
রয়েছে। আপনি পরিষ্কার করে
আরো বেশ কিছুদিন চালাতে
পারবেন।
৩য় ছবিঃ এই ছবিটিতে দেখা
যাচ্ছে স্পার্ক প্লাগটি একদম
কালো হয়ে আছে। অনেক খেত্রে
দেখবেন তেলতেলে হয়ে আছে।
আপনি আঙ্গুল দিয়ে স্পর্শ
করলে হাতে কালি লেগে যাবে। এই
স্পার্ক প্লাগটি একদম মৃত
প্রায়। কোন অবস্থায় ভেজা বা
তৈলাক্ত স্পার্ক প্লাগ
লাগানো যাবে না।
আরো বেশ কয়েকটি কারনে বাইকের
স্পার্ক প্লাগ নষ্ট বা
পরিবর্তন করা লাগতে পারে
যেমন, স্পার্ক প্লাগ এর সাথে
চীনামাটির যে অংশ টা থাকে
সেটায় ফাটল ধরলে বা স্পার্ক
প্লাগ এর প্যাচ কেটে গেলে বা
স্পার্ক প্লাগ এর স্পার্ক
করার বাকানো অংশ টা ভেঙ্গে
গেলে ইত্তাদি।
আপনি যদি আপনার ভালোবাসার
বাইক থেকে সর্বোচ্চ সার্ভিস
পেতে চান তবে একে নিয়মিত
পর্যবেক্ষণ করতে হবে। কোন
কিছুতে সমস্যা হলে মেরামত বা
পরিবর্তন করে নিতে হবে।
[অনলাইন থেকে সংগৃহীত]