উষ্ণ আবহাওয়ায় মোটরসাইকেল ব্যবস্থাপনা
2020 Apr 02 08:53:00
আর কয়েক দিন পরেই আসছে
গ্রীষ্মকাল। গরমের এই সময়ে
মোটরসাইকেল এবং এর অন্যান্য
যন্ত্রপাতির কিছু জটিলতা
দেখা দিতে পারে। এসব জটিলতা
এড়িয়ে যেতে কিছু পর্যায়ে
বিশেষ সচেতনতা প্রয়োজন।
টায়ার প্রেসার
মোটরসাইকেল নির্মাতা
কোম্পানী টায়ারে যে পরিমাণ
প্রেশার রাখতে পরামর্শ
দিয়েছে , তা সচেতনভাবে
নিশ্চিত করুন। রাইডিং এ কোন
ভাবেই একেকসময় একেকরকম এয়ার
প্রেসার টায়ারে নিয়ে রাইড
করবেন না, এতে বিপদ হতে পারে,
গরমে টায়ার থেকে বিপদ ঘটার
সম্ভাবনা আরো বেশি।
ফ্লুইড, ফিল্টার এবং
লুবরিক্যান্টস
একটি ইন্জিন ধারাবাহিক ভাবে
পারফরম্যান্স করে যেতে পারে
যখন ব্রেকডাউন এয়ারফ্লো
স্বাভাবিক বা কিছুটা কম
থাকে। গরমে যেহেতু আয়তন বেড়ে
যায়, তাই এয়ারফ্লো স্বাভবিক
থাকে না। এজন্য গরমে রাইডে
বের হওয়ার পূর্বে ফ্লুইডের
লেভেল পরিপূর্ণ কিনা এবং
এয়ার ফিল্টার পরিষ্কার কিনা
তা বিশেষ ভাবে দেখে বেরুতে
হবে।