চেইনের যত্ন
2020 Nov 07 02:50:00
বাইকের চেইন এ বাইকের একটা
গুরুত্বপূর্ণ অংশ । কারণ ,
ইন্জিনের উৎপন্ন শক্তিকে
গতিতে রূপান্তরিত করে বাইকের
চেইন । তাই চেইন এর যত্ন
নেওয়া আবশ্যক ।
তবে ভুলেও কেউ চেইনে পোড়া
ইঞ্জিন ওয়েল দিবেন না। এতে
করে চেইন তাড়াতাড়ি লুজ বা
ঢিলা হয় এবং ক্ষয় হয়।
চেইন পরিস্কার রাখবেন, কখনো
ময়লা জমতে দিবেন না।
মনে রাখবেন কিছু সময় পর পর
পুরো সেট পরিবর্তন করার
চেয়ে একটু দাম দিয়ে চেন লুব
ব্যাবহার করাই বুদ্ধিমানের
কাজ।