অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর ভি বাইকে নিয়ে এলো নতুন ফিচার
2021 Jan 14 03:41:00
বাংলাদেশের মোটরসাইকেল
ইতিহাসে একমাত্র মোটরসাইকেল
হিসেবে সর্বপ্রথম অ্যাপাচি
আরটিআর ১৬০ ফোর ভি নিয়ে এলো
ব্লটুথ সংযোগ স্থাপনে সক্ষম
স্মার্ট-এক্স-কানেক্ট
টেকনোলজির। TVS SmartXonnect অ্যাপের
সাহায্যে বাইক রাইডার
মোটরসাইকেল চালানো অবস্থায়
এলসিডি ডিজিটাল মিটারে বেশ
কয়েকটি ফিচার যেমন কল/এসএমএস
এলার্ট, নেভিগেশনের সহায়তা,
কম জ্বালানি সতর্কতা ইত্যাদি
দেখতে ও নিয়ন্ত্রণ করতে
পারবেন । এছাড়া অ্যাপাচি
আরটিআর ওয়ান সিক্সটি ফোরভি
এর রেস টেলিমেট্রি অপশন যেমন
টপ স্পিড, অ্যাভারেজ স্পিড,
লীন এঙ্গেল এবং আরপিএমের
সাথে গিয়ার শিফট প্যাটার্নের
গ্রাফ প্যারামিটারগুলির
অনেক তথ্য রাইডার খুব সহজেই
টিভিএস স্মার্ট-এক্স-কানেক্ট
অ্যাপে দেখতে পারবেন।
স্মার্ট-এক্স-কানেক্ট
টেকনোলজির সাথে এই
মোটরসাইকেলটিতে দেয়া হয়েছে
সম্পূর্ন নতুন হেডলাইট,
রেডিয়াল টায়ার ও নতুন
গ্রাফিক্স।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
https://www.tvsbangladesh.com/
অথবা Viber, WhatsApp এ যোগাযোগ করতে
পারবেন এই নম্বরে:
০১৯১৯১৮৯১১১ ০১৯১৯১৯৪২২২।