মোটরসাইকেলের ড্রাম টাইপ ব্রেকের সমন্বয় পদ্ধতি

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

মোটরসাইকেলের ড্রাম টাইপ ব্রেকের সমন্বয় পদ্ধতি

2020 Dec 31 03:57:00
আপনার যান্ত্রিক বাহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রেক। চলার পথে এটিই আপনার জীবন রক্ষায় বড় ভূমিকা রাখে। তাই ব্রেকের যত্ন নেওয়া নিয়মিত কাজের একটি। এখানে মোটরসাইকেলের ব্রেকের দেখভালে দেওয়া হলো বিশেষজ্ঞের টিপস। ড্রাম টাইপ সামনের ব্রেকের সমন্বয়: ১. সামনের ব্রেক লিভারে চাপ প্রয়োগ করে দেখুন, ঠিক কোন অবস্থায় আপনার মোটরসাইকেলে ব্রেক কার্যকর হতে শুরু করে। ছেড়ে দেওয়া অবস্থা এবং যে অবস্থায় ব্রেক কার্যকর হয়, তার মাঝে ১০-২০ মিলিমিটার দূরত্ব থাকা উচিত। ২. ব্রেকের এই সমন্বয়টা অ্যাডজাস্টমেন্ট নাট ব্যবহার করে ঠিকঠাক করে নিন। সামনের ব্রেক আর্মেই এই নাটের অবস্থান। ৩. ব্রেক ধরে তা ছেড়ে দেওয়ার পর মোটরসাইকেল কোনো বাধা ছাড়াই চলমান থাকে কিনা তা পরীক্ষা করে দেখুন। মনে রাখবেন, যদি এই পদ্ধতিতে সঠিকভাবে ব্রেকের সমন্বয় করতে না পারেন তবে কাছের কোনো ওয়ার্কশপে নিয়ে ঠিক করুন। ড্রাম টাই পেছনের ব্রেকের সমন্বয়: ১. বাইকটিকে মেইন স্ট্যান্ডে রাখুন। ২. পায়ের ব্রেক পেডেলে চাপ দিয়ে দেখুন ঠিক কতটুকু নামার পর ব্রেক কার্যকর হচ্ছে। চাপমুক্ত অবস্থান এবং ব্রেক কর্যকর হওয়ার অবস্থানের মধ্যে ২০-৩০ মিলিমিটার দূরত্ব থাকা দরকার। ৩. যদি এমনটা না থাকে তবে পেছনের ব্রেকের অ্যাডজাস্টমেন্ট নাট ঘুরিয়ে তা ঠিক করতে হবে। এই নাটের দেখা মিলবে পেছনের ব্রেক আর্ম পিনে। ৪. ঠিকঠাক করার পর একইভাবে দেখে নিন, ব্রেক ছাড়ার পর মোটরসাইকেল বাধাহীনভাবে চলমান থাকে কিনা। সঠিকভাবে সমন্বয় না করতে পারলে অবশ্যই কোনো পেশাদার মেকানিককে দেখিয়ে নিতে হবে। [সূত্র: কালের কন্ঠ]

প্রডাক্টস সাজেশন