৫ টি বাইক টুল যা আপনার থাকা দরকার

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

৫ টি বাইক টুল যা আপনার থাকা দরকার

2020 Feb 27 09:21:00
আপনি যদি মোটরসাইকেলের মালিক হন তবে এটির সেরা অবস্থাতে রাখতে আপনাকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। আপনার যদি সময় না থাকে তবে আপনি নিজের মোটরসাইকেলটি একটি ওয়ার্কশপে নিয়ে যেতে পারেন এবং টেকনিশিয়ানরা এটি আপনার জন্য করে দিবে। তবে এর জন্য অনেক অর্থ ব্যয় হবে। তাই অর্থ সাশ্রয় করার পাশাপাশি আপনার মন ও যন্ত্রটিকে ভাল রাখার জন্য আপনি নিজের মোটরসাইকেলের প্রাথমিক রক্ষণাবেক্ষণ নিজেই করতে পারেন। বাইকের মেশিনের কার্যকারিতা বজায় রাখার জন্য আপনার মোটরসাইকেলের সমস্ত ওয়ার্কশপ সরঞ্জামের প্রয়োজন নেই। আপনার যা প্রয়োজন তা হ’ল কাজটি সম্পাদন করার আত্মবিশ্বাস। আপনি যা করতে যাচ্ছেন তার জন্য একটি ওয়ার্কশপ ম্যানুয়াল গাইড এবং এটি করার সঠিক কিছু সরঞ্জাম। নতুন মোটরসাইকেল কেনার সময় ম্যানুয়ালটি দেওয়া হয়। আপনি যদি সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেলটি কিনে থাকেন এবং ম্যানুয়াল না পান, আপনি অনলাইন থেকে সহজেই নামিয়ে নিতে পারেন। কিছু কিছু ছোট ছোট সমস্যা আছে যে গুলা অনেক সময় সার্ভিস পয়েন্টে গেলে মাথায় থাকে না বা আপনি ছাড়া কেউ ধরতেও পারেনা। আবার এই সমস্যা গুলো সমাধানের জন্য আপনাকে মেকানিক এর কাছেও যেতে হবে না। আপনি নিজেই করতে পারবেন। কিন্তু আপনি পারছেন না কারন আপনি সাহস পাচ্ছেন না সেই সাথে সঠিক যন্ত্রপাতিও নেই আপনার কাছে। এই গুলার জন্য খুব বেশি যন্ত্রপাতির প্রয়োজন হয় না। হাতে গোনা কয়েকটি হলেই এর সব করা সম্ভব। এই রকম সবচেয়ে প্রয়োজনীয় ৫টি টুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রেশার গজ/Pressure Gauge: টায়ার বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। সঠিক মাইলেজ আর নিরাপদ যাত্রা এই টায়ার এর উপর নির্ভরশীল। তাই নিয়মিত বাইকের টায়ার এর যত্ন নিতে হবে। বাইকের প্রাথমিক ডাক্তার হতে গেলে সবার আগে Pressure Gauge লাগবে আপনার। নিয়মিত টায়ার প্রেশার চেক রুটিনের প্রথম হওয়া চাই। টায়ার প্রেশার সঠিক মাত্রায় রাখলে বাইকের মাইলেজ যেমন ভালো পাবেন আবার টায়ারের স্থায়িত্বও বাড়বে। টর্ক রেঞ্চ/Torque Wrench: বাইকে প্রায় কয়েকশ নাট বোল্ট লাগানো থাকে। তবে সংখ্যা যাই হোক না কেন এই সব নাট বোল্ট এর সাইজ ৪/৫ ধরনের। নিয়মিত রুটিনের অংশ হিসেবে কখনো কোনটা টাইট দিতে হবে আবার কোনটা হালকা করতে হবে। যেমন ৭০০ থেকে ১০০০ কিঃ মিঃ পর পর বাইকের থ্রটল, ক্লাচ, চেইন ইত্তাদি এডজাস্ট করতে হয়। এই সব করতে আপনাকে পাক্কা মেকানিক হতে হবে না এই গুলা খুব কঠিন কাজ ও না। নাট গুলা শুধু ডানে বামে ঘুরানো। আপনি Torque Wrench এর একটা সেট কিনে নিতে পারেন। সব ধরনের বা সাইজের Wrench থাকবে এতে। তাহলে আর খুজে খুজে কিনতে হবে না। স্ক্রু ড্রাইভার/Screwdriver: শ্বাসধারণ আমাদের সকলের বাসায় এমনিতেই এই পার্টস টা থাকে। এটা ব্যাবহার বলে শেষ করা যাবে না। বাইক ওয়াশের সময় সবচেয়ে বেশি স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে আপনার। বাইকের বিভিন্ন চিপা চাপায় অনেক সময় ময়লা জমে থাকে আবার বাইকের বিভিন্ন পার্টস খুলে ওয়াস করতে হয়। এর সব গুলা করতে আপনার দরকার হবে স্ক্রু ড্রাইভার। নিয়মিত বাইক মেন্টেনেন্স এর জন্য আপনার ২/৩ টি সাইজের স্ক্রু ড্রাইভার লাগবে। ভালো মানের, ধরতে সুবিধা এই রকম স্ক্রু ড্রাইভার নির্বাচন করবেন। কি কি সাইজের কিনবেন তা জানতে বাইকের সাথে দেওয়া ম্যানুয়াল দেখতে পারেন। সেখানে দেওয়া আচ্ছে বাইকে কি কি সিজের স্ক্রু কোথায় লাগানো আছে আর কিভাবে খুলবেন? প্লায়ার্স/Pliers: বাইকের কিছু দুর্গম চিপা চাপায় কিছু পার্টস আছে জেগুলো হয় তো সামান্য চাপ দিতে হবে বা ঘুরাতে হবে। এই সব কাজের জন্য আপনার প্লাচ খুব কাজে দিবে। এলেন/হেক্স কী -Allen/Hex Key: এই সরঞ্জামগুলি আধুনিক দিনের মোটরসাইকেলের জন্য গুরুত্বপূর্ণ। আজকাল, আপনি প্রতিটি মোটরসাইকেলের হেক্স হেড পাবেন। এই জাতীয় কাজ পরিচালনা করার জন্য আপনার এল(L)-আকারের হেক্স কী দরকার হবে। এই কয়েকটি পার্টস থাকলেই আপনি একজন বাইকের প্রাথমিক ডক্তার হতে পারবেন। আপনি যদি বাইকের ছোট ছোট সমস্যা গুলা ধরতে পারেন তবে বড় ঝামেলা থেকে নিরাপদ থাকবেন। [সূত্রঃ অনলাইন]

প্রডাক্টস সাজেশন