অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা
টারো জিপি-১ স্পেশাল এডিশন এর আগ্রাসী চেহারা, আকর্ষণীয় গ্রাফিক্স আর এগজস্টের গুরুগম্ভীর আওয়াজ সবাইকে ভীষণভাবে আকৃষ্ট করে। বাইকটিতে রয়েছে ১৫৫.২ সি.সি. ডিসপ্লেসমেন্টের লিকুইড কুল্ড, ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ক্যামশাফট ওভারহেড ইঞ্জিন। শক্তিশালী ইঞ্জিনটি ১৬ বিএইচপি শক্তি ও ১৪.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ট্রান্সমিশনে রয়েছে ৬ স্পীড গিয়ারবক্স। টারো বাংলা ব্র্যান্ডের এই স্পোর্টস বাইকের হ্যান্ডেলবার আপরাইট। সাসপেনশনে সামনে রয়েছে আপসাইড ডাউন ( ইউএসডি) এবং পেছনে ৭ স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক এ্যাবজরবার। টিউবলেস টায়ারগুলো বেশ প্রশস্ত। টারো জিপি-১ স্পেশাল এডিশন বাইকের ব্রেকিং নিরাপত্তায় রাখা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- টারো জিপি-১ স্পেশাল এডিশন এর সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় বাইকটিকে স্টার্ট করা যাবে না।
Taro GP-1 Special Edition captivates everyone with its aggressive look, attractive graphics and exhaust sound. The bike has 155.2 cc. Displacement Liquid Cooled, 4 Stroke, Single Cylinder, Chamshift overhead Engine. The powerful engine can produce 16 bhp of power and 14.5 Nm of torque. The transmission has 6 speed gearbox. The handle bar of this sports bike of Taro Bangla Band is upright. The suspension has an upside down (USD) on the front and a 7 step adjustable single gas absorber (monoshock) on the rear. The tubeless tires are quite wide. The Taro GP-1 Special Edition bike has dual channel ABS for braking safety. A special feature of the bike is that the bike cannot be started when the side stand of the Taro GP-1 Special Edition is downward.