গাড়ীটি একদম নতুনের মতই আছে এখনো তেমন চালানো হয় নি। ডিজিটাল নাম্বার প্লেট স্মার্টকার্ড সহ সকল কাগজ প্রত্র একদম ওকে।গাড়ীর রেজিস্টার মেয়াদ চলতি মাসের ২৬ তারিখে শেষ হওয়ার আগে আমি গত ৭ জুন দুই বছর মেয়াদ আবডেট করে পেলেচছি।তাই গাড়িতে এক টাকার কাজও করাতে হবে না।নিবেন আর চালাবেন।
শেষ কথা হলো গাড়ীর মূল্য একদাম কোনরূপ দামাদামি করা যাবে না।