আসসালামু আলাইকুম
বাইকটি সম্পর্কে বলতে গেলে প্রথমে গাড়ীর ডকুমেন্টস স্মার্ট কার্ড আমার নামেই এবং ট্যক্স টোকেন ২ বছর ও ডিজিটাল নাম্বার বরিশাল এর। ইঞ্জিনের মেজর কোন কিছুই করা লাগবে না। বাইকের মাইলেজ লোকালে ৪০ এবং লং এ ৪৫ বা তর বেশিও কিলোমিটার পেয়েছি। হেডলাইটে ফগ লাইট লাগানো আছে।বাইকটি নিজের মত করে সাজিয়েছি। লং ড্রাইভ করার জন্য উপযোগী। বাইকটি কতটুকু ফ্রেশ সেটা এখানে বলবো না। নিজে দেখে নিবেন। মোট কথা আপনি যদি বাইক এক্সপার্ট হোন তাহলে নিজেই বুঝবেন। ৪২২০০ কি.মি শুধু সিটির মধ্যেই চলছে।
গাড়ীটি দেখতে হলে বরিশাল এ আসতে হবে।