বাইকারদের জন্য খুলে দেওয়া হচ্ছে পদ্মা সেতু
2023 Apr 19 15:34:00
পদ্মা সেতুর ওপর দিয়ে
মোটরসাইকের চলাচলের অনুমতি
পাওয়া গেছে। এই অনুমতি
পরীক্ষামূলক। আগামী ২০
এপ্রিল সকাল ৬ টা থেকে
বাইকারদের জন্য খুলে দেয়া
হচ্ছে পদ্মা সেতু। ইদের আগে
এই সিদ্ধান্ত পরিবহণ সঙ্কট
অনেকটাই দূর করবে আশাকরা
যায়। নিষেধাজ্ঞা তুলে নেয়া
শুধুমাত্র ইদ উপলক্ষে নয়।
ইদের পরেও বাইকারদের জন্য
পদ্মা সেতু পারাপারের সুযোগ
থাকবে। তবে এই জন্য
বাইকারদের কিছু শর্ত মেনে
সেতুতে বাইক রাইড করতে হবে।
পদ্মা সেতুতে বাইক রাইডের
শর্তাবলি
১. নির্ধারিত টোল দিয়ে ঘণ্টায়
৬০ কিলোমিটার গতিসীমার মধ্যে
সেতু পারাপার হতে হবে।
২. নির্ধারিত টোলবুধ ও
নির্ধারিত লেন দিযে চলাচল
করতে হবে।
৩. কোনো অবস্থাতেই লেন
পরিবর্তন করা যাবে না।
৪. চালক ও আরোহীকে হেলমেটসহ
প্রয়োজনীয় নিরাপত্তা
সামগ্রী ব্যবহার করতে হবে।
৫. কোনো অবস্থাতেই সেতুর ওপর
দাঁড়ানো বা ছবি তোলা যাবে না।
৬. চালকসহ সর্বোচ্চ দুইজন
মোটরসাইকেলে চড়তে পারবেন।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু
উদ্বোধন হয়। এর পরদিন সেতুর
ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু
করে। প্রথম দিন যানবাহন
পারাপার করে ৫১,৩১৬ টি। এর
অর্ধেকের বেশি ছিল
মোটরসাইকেল। সেদিন
মোটরসাইকেল পার হয় প্রায় ২৭
হাজার। সেদিন একটি
মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা
ঘটে। এরপর পদ্মা সেতুতে বাইক
চলাচলের ওপর নেমে আসে
নিষেধাজ্ঞা।
তথ্যসূত্র: ইত্তেফাক অনলাইন