সুজুকি জিক্সার ১৫৫ এর ইন্জিন

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

সুজুকি জিক্সার ১৫৫ এর ইন্জিন

2020 Oct 17 03:41:00
বাইকটির ওজন মাত্র ১৩৫ কিলোগ্রাম হওয়ায় খুব ভালো এক্সালারেট করতে পারে। রেডি পিকআপ এবং স্মুথ গিয়ারবক্সের কারণে ০-১০০ ড্রাগ রেস সেগমেন্টের অন্যান্য প্রতিদ্বন্দীদের সহজেই হারিয়ে দিতে পারে। ১৫৫ সিসি এয়ার কুলড ইন্জিনে সিঙ্গেল সিলিন্ডার এবং দুটি ভালব বিশিষ্ট। ইন্জিনটি ১৪.৫ বিএইচপি শক্তি ও ১৪ নিউটন মিটার টর্ক উত্পাদন করে। পাওয়ার এবং টর্ক উত্পাদনে ১৬০ সিসি বাইক থেকে সামান্য কম হলেও ১৫০ সিসি বাইকগুলো থেকে বেশ ভালো। সাত হাজার আরপিএমের পর ফুট প্যাডে সামান্য ভাইব্রেশন টের পাওয়া গেলেও রাইডিং করতে তেমন অসুবিধা হয় না। পেছনে ১৪০ সেকশন টায়ার এবং সামনে ৪২ মিলিমিটার ফ্রন্ট সাসপেশন দারুণ কর্নারিং সুবিধা দেয়।

প্রডাক্টস সাজেশন