কার কাছ থেকে পুরাতন বাইক কিনবেন?

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

কার কাছ থেকে পুরাতন বাইক কিনবেন?

2020 Oct 03 04:28:00
পুরাতন মোটরসাইকেল কিন্তু তা কোথ্বেকে কিনছেন তার ওপরও নির্ভর করে দাম কত পড়বে! ডিলারের কাছে থেকে কিনলে দাম কিছুটা বেশি পড়বে কারণ তিনি তার প্রফিট রাখবেনই। প্রাইভেট পার্টি হলে দাম কিছুটা কম পড়ার কথা, যদি আপনি দাম কমাতে পারেন। তবে প্রাইভেট পার্টির সমস্যা হচ্ছে বাইকে বিশেষ কোন বর্ণনা আপনি পাবেন না বরং পাবেন যে কোন প্রশ্নের উত্তরে বাইক নিয়ে তার নস্টালজিয়া, তাই প্রাইভেট পার্টির কাছে থেকে কিনলে নিজ দক্ষতায়ই বাইকের ভালো মন্দ বুঝে নিতে হবে। ডিলারের কাছে গেলে যত বেশি সম্ভব প্রশ্ন করে বাইকের বর্তমান অবস্থা বুঝে নেয়ার চেষ্টা করবেন। আর কিছু পেশাদার ডিলার পুরাতন বাইকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকে। তবে আপনি নিজে বাইক ভালো বোঝেন, এমন আত্মবিশ্বাস থাকলে প্রাইভেট পার্টিকেই বেশি প্রাধান্য দেয়া উচিৎ।

প্রডাক্টস সাজেশন