সচেতনতা ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ন টিপস যা সবসময়ের জন্যই জুরুরী

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

সচেতনতা ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ন টিপস যা সবসময়ের জন্যই জুরুরী

2020 May 27 11:30:00
অগ্রিম মূল্য পরিশোধ করবেন না: অনেক সময় দেখা যায় কিছু বিক্রেতা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এমনকি কেউ কেউ সারাদেশের সব জায়গায় পণ্য পৌঁছানোর নিশ্চয়তাও দিয়ে থাকেন। এক্ষেত্রে যদি কেউ অগ্রিম মূল্য পরিশোধের জন্য অনুরোধ করে তবে অবশ্যই সেই অনুরোধে সাড়া দিবেন না। কেননা এতে প্রতারিত হবার সম্ভাবনা রয়েছে। বিকাশ/রকেট বা অনলাইন পেমেন্টের ব্যাপারে সতর্কতা: এমন হতে পারে যে, আপনি সশরীরে বিক্রেতার সাথে দেখা করে পণ্য বুঝে নিলেন কিন্তু বিক্রেতা আপনাকে অনুরোধ করলো বিকাশ/রকেট বা এমন কোন মোবাইল বা অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে মূল্য পরিশোধ করতে। তখন অবশ্যই নিশ্চিত হয়ে নিন বিকাশ/রকেট বা অনলাইন একাউন্টটি বিক্রেতার নিজস্ব কিনা, এমনকি টাকা ট্রান্সফার হলো কিনা সেটা আপনার উপস্থিতিতেই নিশ্চিত হওয়া সম্ভব কিনা। পণ্য বিবরনের সাথে মিলিয়ে দেখুন: পণ্য নেবার সময় ভালোভাবে চেক করুন। বিজ্ঞাপনে দেয়া পণ্যের বিবরনের সাথে পণ্য মিলিয়ে দেখুন। কোন অসঙ্গতি থাকলে পণ্য ক্রয় থেকে বিরত থাকাই উত্তম। পণ্য বিক্রেতাও অবশ্যই পণ্য বুঝিয়ে দেবার সময় সম্ভব হলে পণ্যের অবস্থা সম্পর্কে ডকুমেন্টস রাখুন। যাতে পরবর্তীতে কেউ পণ্য ফেরত দিতে চাইলে অথবা যদি আপনি পণ্য ফেরত নেন তবে পণ্য যে অবস্থায় হস্তান্তর করেছিলেন তেমন রয়েছে কিনা চেক করতে পারেন। গুরুত্বপূর্ণ/ব্যক্তিগত তথ্য প্রদানে সতর্ক থাকুন: প্রয়োজন ব্যতীত অবশ্যই ব্যক্তিগত তথ্য বা স্পর্শকাতর/গুরুত্বপূর্ন তথ্য প্রদান করবেন না। যদি প্রয়োজন দেখা দেয় তবুও ব্যক্তিগত বা গুরুত্বপূর্ন তথ্যের বেলায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অস্বাভাবিক/অবাস্তব মূল্যের ব্যাপারে সতর্ক থাকুন: এমন হতে পারে যে অনেক দামী পণ্যের খুব কম মূল্য চাওয়া হয়েছে। এসব ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। এমনও হতে পারে যে কেবল দ্রুত বিক্রির জন্য বা ক্রেতার মনোযোগ আকর্ষনের জন্য নয় বরং পণ্যটি ত্রুটিপূর্ন অথবা অন্যকোন সমস্যা রয়েছে তাই মূল্য অবাস্তব। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আমাদের সাথে যোগাযোগ করুন: যদি আপনি কোনভাবে মনে করেন যে পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে আপনি প্রতারণার শিকার তবে অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদেরকে ফোন করুন বা ইমেইল করুন। ফোন বা ইমেইল করার সময় অবশ্যই বিস্তারিত জানাবেন। আমাদের পক্ষ থেকে আমরা সাম্ভাব্য সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। এমনকি আপনি যদি পুলিশি পদক্ষেপ গ্রহণ করেন আর তাতে আমাদের কোন সহযোগিতার সুযোগ থাকে তবে আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো। তবে আপনি সতর্ক থাকলে আশা করি যেকোন অহেতুক ঝামেলাই এড়ানো সম্ভব। আর তাই নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকুন। অ্যাাপের ব্যাপারে: আমাদের এই অ্যাপ বা ওয়েব সাইট একটি ক্লাসিফায়েড প্লাটফর্ম যেখানে আপনি পণ্য কেনা বেচার পাশাপাশি পণ্য সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে নানা রকম টিপস, টিউটোরিয়াল, নিউজ, অফার ইত্যাদি পেয়ে থাকবেন। এখানে প্রকাশিত টিপস, টিউটোরিয়াল, বা নিউজের ব্যাপারে আমরা আপনাকে নিশ্চয়তা দিতে পারি, কিন্তু বিক্রেতা, পণ্য বা পণ্যের দেয়া বিজ্ঞাপনের সত্যতার দ্বায়িত্ব নিশ্চিতভাবেই বিক্রেতার। একিভাবে ক্রেতার যে কোন আচরণের দ্বায়িতও ক্রেতার নিজস্ব। ক্রেতা বা বিক্রেতার সাথে আমাদের কোন ব্যবসায়িক বা অন্য কোন ধরনের সম্পর্ক নেই। কেবল তারা আমাদের অ্যাপের বা ওয়েবসাইটের ব্যবহারকারী মাত্র। তাদের কোন কথা বা কাজের দায়িত্ব আমাদের নয়। মনে রাখবেন নিরাপত্তা অবলম্বনই বুদ্ধিমত্তা: সুচিন্তিত কর্মপন্থার চাইতে উত্তম বুদ্ধি আর নাই। কথাটি জীবনের সবক্ষেত্রেই প্রযোজ্য। আর তাই নিরাপত্তা অবলম্বনের জন্য চিন্তা করে কাজ করুন। যেকোণ বিপদের বা ক্ষতির সম্ভাবনা থাকলে তা এড়িয়ে চলাই উত্তম। মনে রাখবেন নিরাপত্তা অবলম্বন বুদ্ধিমত্তার পরিচায়ক।

প্রডাক্টস সাজেশন