ইয়ামাহার নতুন বাইকে যেসব সুযোগ-সুবিধা থাকছে
2021 Jun 21 09:05:00
ইয়ামাহা ভারতে লঞ্চ করেছে
নতুন ডিজাইনের বাইক। এবারের
মডেলের নাম- ইয়ামাহা
এফজেড-এক্স। এটি কমফর্টেবল
নিয়ো রেট্রো বাইক। ইয়ামাহা
কর্তৃপক্ষ দাবি করেছে, এটি
রোডে বিশেষ করে লংড্রাইভের
জন্য একেবারে আদর্শ এই বাইক।
এবারের বাইকের ডিজাইনে
কিছুটা পুরোনো ধাঁচের ছোঁয়া
আছে। নতুন ফিচারে ভরপুর এটি।
ভারতীয় ক্রেতারা অনলাইনে
বাইকটি কিনলে পেয়ে যাবেন
ইয়ামাহা জি-শক ঘড়ি। নতুন
জেনারেশনের যে কোনো বাইকের
সাথে প্রতিযোগিতা করতে সক্ষম
ইয়ামাহার নতুন এ বাইক।
এই বাইকে রয়েছে ১৪৯ সিসির
ইঞ্জিন। সিঙ্গল সিলিন্ডার।
সঙ্গে থাকছে ফোর স্ট্রোক ও ২-
ভালভ।
দ্য বোস সিঙ্গেল-চ্যানেল
এবিএস সঙ্গে থাকছে ফ্রন্ট
ডিস্ক ব্রেক। পিন পয়েন্ট
ব্রেকিংয়ের সঙ্গে সুপার
স্টেবিলিটি রয়েছে। অন্যদিকে
দুজনের সিট।
ব্লক প্যাটার্ন টায়ার রয়েছে
ইয়ামাহার এফজেড-এক্স বাইকে।
ব্যস্ত রাস্তা হোক বা হাইরোড
সব প্রতিকূলতার সাথে
খাপখাইতে পারবে এ টায়ার।
পাশাপাশি ভেজা রাস্তায়ও
স্কিট করার সম্ভাবনা নেই বলে
দাবি বাইক নির্মাতা
সংস্থার।
[জাগো নিউজ]