ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড
2020 Aug 25 03:35:00
ইলেকট্রিক বাইক বাজারে আনার
ঘোষণা দিয়েছে জনপ্রিয় বাইক
নির্মাতা প্রতিষ্ঠান রয়েল
এনফিল্ড। প্রতিষ্ঠানটির
প্রধান বিনোদ দাশারি জানান,
তাদের ইলেক্ট্রিক বাইকের
নকশা বা প্রোটোটাইপ মডেল
ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।
বিনোদ দাশারি আরো জানান,
বৈদ্যুতিক গাড়ি বা বাইক নিয়ে
সংস্থা বেশ কিছুদিন ধরেই
ভাবছিল। প্রোটোটাইপ তৈরির পর
পরিবর্তনশীল প্রযুক্তিগত
প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে
এই ইলেক্ট্রিক বাইকের
বিভিন্ন বিভাগ নিয়েও ভাবনা
চিন্তা শুরু হয়েছে।
ব্রিটেনে সংস্থার প্রযুক্তি
কেন্দ্রটি নতুন পণ্যের
বিকাশের কাজে ঢেলে সাজানো
হচ্ছে। ওই প্রযুক্তি
কেন্দ্রে বর্তমান মডেলকে
বৈদ্যুতিক পাওয়ার ট্রেন
দিয়ে ইলেক্ট্রিক বাইক
হিসাবে চালানোর
পরীক্ষা-নিরীক্ষা করা
হচ্ছে।
এই বছরের শুরুর দিকেই
থাইল্যান্ডে সংস্থার প্রথম
‘অ্যাসেম্বলি প্ল্যান্ট’
তৈরি করা হয়েছে। মনে করা
হচ্ছে বছর খানেকের মধ্যেই
বাজারে চলে আসবে রয়েল
এনফিল্ডের নতুন ইলেক্ট্রিক
বাইক।
(ঢাকাটাইমস)