কিছু সমস্যর কারনে বাইটা বিক্রি করা হচ্ছে নয় তো বাইটা বিক্রি করার কোনো দরকার ছিলো না বাইটার আজ পযন্ত কখনো ইন্জিনে হাত দেওয়া হয়নি এটা নিয়ে এক বার এক্সিন হইছিলো এটা হালকা পাতলা কাজ আছে সর্বচ্চ ১০০০থেকে ১২০০ টাকার মতো কাজ আছে যেমন একটা এন্টি কাটারের গ্লাস একটু বাঙ্গা আর জাবতিও যা যা সমস্য দেখে নিবেন এটার মাইলেজ ১লিটারে ২৫ কিলো যায় আর যদি কাজ করিয়ে নেন তহলে বেশি যেতেও পারে এটান নম্বর কারা হয়নি তা ছাড়া সকল কাগজপাতি আছে এটার রেজিস্টিসন করা হইয়ে ছিলো গাজীপুরে এটা গাজীপুর থেকে কেনা হয়ে ছিলো এটার পিছনের মার্কাট খুলা ওইটাও আমারি কাছে আছে চাইলে আপনিে লাগিয়ে নিতে পারেন এটা ৩২৪০৫ কিলো চলছে আর গাড়ি টা নেওার আগে ভালো করে দেখে নিবেন সকল কিছু পছন্দ হলে নিবেন আর না পছনাদ হলে নিবেন না ধন্যবাদ আসালামুয়ালাইকুম।