কোন মোটর সাইকেল আপনার জন্য মানানসই

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

কোন মোটর সাইকেল আপনার জন্য মানানসই

2020 Oct 13 02:57:00
মোটর সাইকেল কেনার পূর্বে আপনার বয়স, প্রয়োজন ও ব্যবহারের সাথে মানানসই ব্র্যান্ড ও মডেল খুঁজে বের করা জরুরি। মোটর সাইকেল তো অনেক ধরনেরই হতে পারে, সাধারণ স্কুটারের মতো শান্তশিষ্ট যেমন হয় তেমনি হয় রণতরীর মতো প্রকান্ড ও দুর্বার। কিভাবে ব্যবহার করবেব, কতটা দূরত্ব যাবেন -প্রতিদিন নাকি সপ্তাহান্তে? প্রতিদিনের যাতায়াত ব্যবহারের জন্য সাইজে হালকা এবং বেশি এমপিজি (মাইলিজ পার গ্যালন) সম্পন্ন বাইক নেয়া উচিত, যা হবে আরামদায়ক এবং সাশ্রয়ী। অন্যদিকে, শুধু সপ্তাহান্তে চালানোর জন্য একটু দামী এবং স্টাইলিশ বাইককে প্রাধান্য দেয়া যেতে পারে। আপনার শারিরীক সক্ষমতাকে গুরুত্ব দিন। প্রথম মোটরসাইকেল কিনতে গিয়ে বেশিরভাগেরই আকর্ষণ থাকে পারফরম্যান্সের উপর, কিন্তু সেটি হ্যান্ডেল করার মতো অবস্থা বাইকটির আছে কিনা, সেদিকে লক্ষ্য রাখা উচিত। ভাল চালক হতে হলে শুধু সাইজে বড়, বড় ইঞ্জিনওয়ালা বাইক নিলেই হয় না বরং আপনার শরীরের সাথে মানানসই বাইকটিই আপনাকে তুলনামূলক ভালো চালক করে তুলবে, তা হতে পারে ছোট কিংবা কমশক্তি সম্পন্ন। বাইক অনেকটা এক জোড়া জুতা কেনার মতো, ছোট কিংবা বড় কোনোটিই আরামদায়ক হবে না, ঠিকঠাক হাঁটার জন্য সঠিক মাপটাই প্রয়োজন। দ্রুত সিদ্ধান্ত নেবেন না, দেখুন, জানুন তারপর কিনুন। এখন প্রতিটি ব্র্যান্ডের ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে প্রচুর রিভিউ পাওয়া যায় ইউটিউব, বাইক সম্পর্কিত ব্লগসাইট এবং ফেসবুক গ্রুপগুলোতে, সময় নিয়ে সেগুলো দেখুন, জানুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন। [অনলাইন থেকে সংগৃহীত]

প্রডাক্টস সাজেশন