১৬৫ সিসি মোটরসাইকেল তৈরি করল রানার
2020 Aug 27 10:48:00
মোটরসাইকেল উৎপাদনকারী
দেশীয় প্রতিষ্ঠান রানার
অটোমোবাইলস দেশের সর্বোচ্চ
ইঞ্জিন ক্ষমতার (সিসি)
মোটরসাইকেল বাজারে এনেছে।
দেশে এখন ১৬৫ সিসির
মোটরসাইকেল অনুমোদিত।
গত মঙ্গলবার 'বোল্ট ১৬৫ আর'
মডেলের এই মোটরসাইকেলটি
বাজারজাত শুরু করে রানার।
তারা জানিয়েছে, ১৬৫ সিসির
‘রেসিং’ ইঞ্জিন ক্ষমতার
মডেলটিতে রয়েছে ডুয়েল ডিস্ক
ব্রেক, ডিআরএল যুক্ত
সম্পূর্ণ এলইডি হেডলাইট ও
টেইল লাইট, ইউএসডি সাসপেনশন,
সম্পূর্ণ ডিজিটাল
স্পিডোমিটার, ১৩০ সেকশনের
রেয়ার টায়ার সহ আরও
অত্যাধুনিক সব বৈশিষ্ট্য
এক বিজ্ঞপ্তিতে রানার
জানিয়েছে, আধুনিক ও রুচিশীল
নকশার এই মোটরসাইকেলটির দাম
নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯
হাজার টাকা। নগদে বা ক্রেডিট
কার্ডে কিনলে ১৪ হাজার টাকার
ছাড় মিলবে। এ ছাড়া ২৪ মাস
পর্যন্ত সর্বনিম্ন এক শতাংশ
হারে কিস্তির সুবিধা রয়েছে।
রানার অটোমোবাইলসের
ব্যবস্থাপনা পরিচালক
রিয়াজুল হক চৌধুরীকে উদ্ধৃত
করে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা
হয়, ‘এক্সপোর্ট কোয়ালিটির’
প্রতিটি রানার মোটরসাইকেলে
ছয় বছরের ওয়ারেন্টি, বিনা
মূল্যে ৯টি মেরামত সেবা ও এক
টাকা পর্যন্ত বিমা। সারা
দেশে ২০০টিরও বেশি পয়েন্টে
সার্ভিসিং সুবিধা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রানার
অটোমোবাইলস প্রথম বাংলাদেশি
মোটরসাইকেল উৎপাদনকারী
প্রতিষ্ঠান হিসেবে নেপালের
বাজার মোটরসাইকেল রপ্তানি
করছে। খুবই স্বল্প সময়ে
নেপালের বাজারে একটি জনপ্রিয়
ব্র্যান্ড হিসেবে পরিচিত
হয়েছে রানারের।
[প্রথম আলো অনলাইন]