ব্রেক ইন পিরিয়ড: নতুন বাইকের জন্য
2021 Jan 04 03:07:00
একদম নতুন বাইক চালানোর
ক্ষেত্রে কিছু নিয়ম মানা
দরকার। এটিকে বলা হয় ব্রেক ইন
পিরিয়ড যা সাধারণত প্রথম
১,৬০০ কি.মি. পর্যন্ত ধরা হয়।
এর ফলে বাইকের ইঞ্জিন
দীর্ঘস্থায়ী হয় এবং জ্বালানি
সাশ্রয় হয়। নিয়মগুলো হচ্ছে-
১/ নির্দিষ্ট আরপিএমে বাইক
চালানো
২/ ইঞ্জিন চালু করে ১ মিনিট
অপেক্ষা করা
৩/ নির্দিষ্ট সময়ে ইঞ্জিন
অয়েল পরিবর্তন করা
৪/ একটানা দীর্ঘসময় ধরে বাইক
না চালানো
[সুজুকি বাংলাদেশের সৌজন্যে]