বাংলাদেশে কারখানা স্থাপন করতে চাচ্ছে রয়েল এনফিল্ড
2023 Apr 07 01:34:00
মোটরসাইকেল প্রস্তুতকারক
রয়েল এনফিল্ড তাদের ব্যবসা
আন্তর্জাতিক পরিসরে
সম্প্রসারণ করার পদক্ষেপ
নিচ্ছে। এই পরিকল্পনার অংশ
হিসেবে নেপাল ও বাংলাদেশে
মোটরসাইকেল এ্যাসেমব্লিং
এবং বাজারজাত করার জন্য কিছু
উদ্যোগ নিয়েছে।
রয়েল এনফিল্ড ২৫০ সি.সি.থেকে
৭৫০ সি.সি. পর্যন্ত মিডলওয়েট
ক্যাটাগরির বাইক উৎপাদন করে
বিপণন করে থাকে।
গত পাঁচ বছরে রয়েল এনফিল্ড
বাইকের রপ্তানি
ক্রমবর্দ্ধমান হারে বেড়েছ।
তারা লক্ষ্য করেছেন
গ্রাহকদের মাঝে রয়েল এনফিল্ড
বাইকের গ্রাহকপ্রিয়তা
বেড়েছে। এটা তাদের কাছে
গুরুত্বপূর্ণ ব্যাপার।
আগামী অর্থ বছরে রয়েল
এনফিল্ড নেপালে এবং
বাংলাদেশে দুটি নতুন ক্ষেত্র
উম্মোচন করার পরিকল্পনা
করছে। নেপালের ব্যাপের
তাঁদের পরিকল্পনা প্রায়
চুড়ান্ত।
দুবছর আগে রয়েল এনফিল্ডের
বাংলাদেশী ব্যবসায়িক সহযোগী
ইফাদ অটোর সাথে একটি সমঝোতা
স্মারক সই করেছিল। চুক্তি
মোতাবেক রয়েল এনফিল্ড
বাংলাদেশে তাদের
ব্র্যান্ডের মোটরসাইকেল
বিপণন করবে। এর সাথে তাদের
একটি কারখানা প্রতিষ্ঠা করতে
চায় বাংলাদেশে। তবে বাদ সাধে
বাংলাদেশের বাইক ইঞ্জিন
ক্ষমতার সীমাবদ্ধতার আইন।
বাংলাদেশে ১৬৫ সি.সি.
ইঞ্জিনের অধিক ক্ষমতা
সম্পন্ন ইঞ্জিনের বাইক
আমদানি এবং রোড পারমিট নাই।
শুধুমাত্র এই কারণেই রয়েল
এনফিল্ডের ভক্তদের আরো কিছু
সময় অপেক্ষা করতে হবে।