মোটরসাইকেল রেজিষ্ট্রেশনের নিয়মাবলী

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

মোটরসাইকেল রেজিষ্ট্রেশনের নিয়মাবলী

2019 Jul 10 04:19:00
ক) মোটরসাইকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাবলিঃ ১। মালিক ও আমদানীকারক/ডিলার কতৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপ্ত্র ( এইচ ফরম) । প্রতিষ্ঠান/কোম্পানীর মালিকানার ক্ষেত্রে অথরাইজড কর্মকর্তার স্বাক্ষর ও সিলমোহর; ব্যাংক অথবা অর্থ লগ্নি প্রতিষ্ঠানের সাথে গাড়ির মালিকানার আর্থিক সংশ্লিষ্টতা থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যাডে রেজিস্ট্রেশন কতৃপক্ষ বরাবর আবেদন। ২। মালিকের ৩ কপি সদ্য তোলা স্ট্যাম্প সাইজের রঙিন ছবি ( কেবল ব্যাক্তি মালিকানার ক্ষেত্রে) ৩। বিল অব এন্ট্রি,ইনভয়েস, বিল অব লেডিং ও এলসিএ কপি ( ফটোকপি আমদানীকারক অথবা শোরুম মালিক কতৃক সত্যায়িত। ৪। সেল সার্টিফিকেট/ সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র (আমদানীকারক/বিক্রেতা প্রদত্ত) ৫। প্যাকিং লিস্ট, ডেলিভারী চালান ও গেইট পাশ (সিকেডি গাড়ির ক্ষেত্রে) ৬। (ক) মূসক-১ (প্রযোজ্য ক্ষেত্রে) , (খ) মুসক-১১(ক)/ভ্যাট (প্রযোজ্য ক্ষেত্রে), (গ) ভ্যাট পরিশোধের চালান ( প্রযোজ্য ক্ষেত্রে)। ৭। সিকেডি মোটরযানের ক্ষেত্রে বিআরটিএ’র টাইপ অনুমোদন ও অনুমোদিত সংযোজনী তালিকা। ৮। রেজিস্ট্রেশন ফি জমাদানের রসিদ। ৯। ব্যাক্তি মালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়প্ত্র/ পাসপোর্ট/ টেলিফোন বিল/ বিদ্যুৎ বিল ইত্যাদির যে কোন একটির সত্যায়িত ফটোকপি এবং মালিক প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের প্যাডে চিঠি। ১০। ১২৫ তদুর্ধ্ব সিসি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৫০ (পঞ্চাশ) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা (অঙ্গিকারনামার নমুনা ওয়েবসাইটে ও স্পটে পাওয়া যাবে)। খ) রেজিস্ট্রেশন ফি মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম এবং ওজন ৯০ কেজি বা তার কম হলে ১। রেজিস্ট্রেশন ফি - ৪৮৩০ টাকা ( ভ্যাটসহ) ২। রেট্রোরিফ্লেক্টিভ নম্বর প্লেট -২২৬০ টাকা ( ভ্যাটসহ) ৩। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট - ৫৫৫ টাকা ( ভ্যাটসহ) ৪। মোটরসাইকেল পরিদর্শন ফি- ৫১৮ টাকা ( ভ্যাটসহ) ৫। রোড ট্যাক্স ( প্রথম দুই বছরের) -১১৫০ টাকা ( ভ্যাটসহ) সর্বমোট -৯৩১৩ টাকা মোটরসাইকেল ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি’র বেশি এবং ওজন ৯০ কেজি বা তার কম হলে ১। রেজিস্ট্রেশন ফি- ৬৪৪০ টাকা( ভ্যাটসহ) ২। রেট্রোরিফ্লেক্টিভ নাম্বার প্লেট-২২৬০ টাকা ( ভ্যাটসহ) ৩। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট -৫৫৫ টাকা ( ভ্যাটসহ) ৪। মোটরসাইকেল পরিদর্শন ফি – ৫১৮ টাকা ( ভ্যাটসহ) ৫। রোড ট্যাক্স ( প্রথম দুই বছরের) – ১১৫০ টাকা ( ভ্যাটসহ) সর্বমোট- ১০৯২৩ টাকা বিঃ দ্রঃ অবশিষ্ট রোড ট্যাক্স প্রতি ২ বছর অন্তর পরবর্তী ৮ বছরে কিস্তি প্রতি ১১৫০ টাকা হারে ৪টি সমান কিস্তিতে মোট ১১৫০X ৪= ৪৬০০ টাকা প্রদান করতে হবে। তবে এককালীন ১০ বছরের রোড ট্যাক্স ৫৭৫০ টাকা প্রদানেরও সুযোগ রয়েছে। মোটরসাইকেল ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম এবং ওজন ৯০ কেজির বেশি হলে ১। রেজিস্ট্রেশন ফি – ৪৮৩০ টাকা ( ভ্যাটসহ) ২। রেট্রোরিফ্লেক্টিভ নাম্বার প্লেট – ২২৬০ টাকা ( ভ্যাটসহ) ৩। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট- ৫৫৫ টাকা ( ভ্যাটসহ) ৪। মোটরসাইকেল পরিদর্শন ফি- ৫১৮ টাকা ( ভ্যাটসহ) ৫। রোড ট্যাক্স ( প্রথম দুই বছরের) -২৩০০ টাকা ( ভ্যাটসহ) সর্বমোট -১০৪৬৩ টাকা মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসির বেশি এবং ওজন ৯০ কেজির বেশি হলে ১। রেজিস্ট্রেশন ফি – ৬৪৪০ টাকা ২। রেট্রোরিফ্লেক্টিভ নাম্বার প্লেট –২২৬০ টাকা ( ভ্যাটসহ) ৩। ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট- ৫৫৫ টাকা ( ভ্যাটসহ) ৪। মোটরসাইকেল পরিদর্শন ফি- ৫১৮ টাকা ( ভ্যাটসহ) ৫। রোড ট্যাক্স ( প্রথম দুই বছরের) -২৩০০ টাকা ( ভ্যাটসহ) সর্বমোট ১২০৭৩ টাকা বিঃ দ্রঃ অবশিষ্ট রোড ট্যক্স প্রতি ২ বছর অন্তর পরবর্তী ৮ বছরে কিস্তি প্রতি ২৩০০ টাকা হারে ৪টি সমান কিস্তিতে মোট ২৩০০X৪=৯২০০ টাকা প্রদান করতে হবে । তবে এককালীন ১০ বছরের রোড ট্যাক্স ৫৭৫০ টাকা প্রদানেরও সুযোগ আছে। গ) মোটরসাইকেলটি সরেজমিনে পরিদর্শনের জন্য হাজির করতে হবে।

প্রডাক্টস সাজেশন