করোনা ভাইরাস রোধে সতর্ক থাকুন
2020 Mar 26 09:22:00
# ঘরে অবস্থান করুন। জনসমাগম
এড়িয়ে চলুন।
# বাইরে যাবার প্রয়োজন হলে
গণপরিবহন এড়িয়ে চলুন।
# রাইডিং এর সময় পিলিওন
(সহযাত্রী) ছাড়াই ভ্রমণ করুন।
# ব্যক্তিগত হেলমেট ব্যবহার
করুন। হেলমেট স্যানিটাইজার
দিয়ে পরিস্কার রাখুন।
# হেলমেট ব্যবহার করলেও
সার্জিক্যাল মাস্ক ব্যাবহার
করুন।
# প্রতিবার বাইক চালানোর
পূর্বে হ্যান্ডেলবার
স্যানিটাইজার দিয়ে পরিস্কার
করে নিন।
# রাইডিং এর শুরুতে ও শেষে
সাবান ও পানি দিয়ে হাত-মুখ-নাক
ভাল করে ধুয়ে নিন।
# বাইকের পিছনে বসলেও
গ্র্যাব-রেইল ধরাটা
স্বাভাবিক, তাই নামার সাথে
সাথে হাত ধুয়ে নিন।
# বাইক চালানোর শেষে আপনার
বাইকটি ভাল করে ধুয়ে জিবানু
মুক্ত করে রাখুন।
আসুন, সাধারণ কিছু সতর্কতার
ব্যবস্থা মেনে চলে নিজেরা
সুরক্ষিত থাকি, অন্যকেও
নিরাপদে রাখি।