ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড প্রশ্ন ব্যাংক ও উত্তর
2020 Mar 01 09:18:00
(গতকালের পর) ২য় কিস্তি
১৫. প্রশ্ন : ড্রাইভিং
লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে
সর্বনিম্ন বয়স কত ?
উত্তরঃ পেশাদার চালকের
ক্ষেত্রে ২০ বছর এবং
অপেশাদার চালকের ক্ষেত্রে ১৮
বছর।
১৬. প্রশ্ন : কোন কোন ব্যক্তি
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার
অযোগ্য বলে বিবেচিত হবে ?
উত্তরঃ মৃগীরোগী, উন্মাদ বা
পাগল, রাতকানারোগী,
কুষ্ঠরোগী, হৃদরোগী,
অতিরিক্ত মদ্যপব্যক্তি,
বধিরব্যক্তি এবং বাহু বা পা
চলাচল নিয়ন্ত্রণ করতে
অসুবিধা হয় এমন ব্যক্তি।
১৭. প্রশ্ন : হালকা মোটরযান
কাকে বলে ?
উত্তরঃযে-মোটরযানের
রেজিস্ট্রিকৃত বোঝাইওজন
৬,০০০ পাউন্ড বা ২,৭২৭ কেজির
অধিক নয়, তাকে হালকা মোটরযান
বলে।
১৮. প্রশ্ন : মধ্যম বা মাঝারি
মোটরযান কাকে বলে ?
উত্তরঃ যে-মোটরযানের
রেজিস্ট্রিকৃত বোঝাইওজন
৬,০০০ পাউন্ড বা ২,৭২৭কেজির
অধিক কিন্তু ১৪,৫০০ পাউন্ড বা
৬,৫৯০ কেজির অধিক নয়, তাকে
মধ্যম বা মাঝারি মোটরযান
বলে।
১৯. প্রশ্ন : ভারী মোটরযান
কাকে বলে ?
উত্তরঃ যে-মোটরযানের
রেজিস্ট্রিকৃত বোঝাইওজন
১৪,৫০০ পাউন্ড বা ৬,৫৯০ কেজির
অধিক, তাকে ভারী মোটরযান বলে।
২০. প্রশ্ন : প্রাইভেট সার্ভিস
মোটরযান (ঢ়ৎরাধঃব ংবৎারপব
াবযরপষব) কাকে বলে ?
উত্তরঃ ড্রাইভার ব্যতীত
আটজনের বেশি যাত্রী বহনের
উপযোগী যে-মোটরযান মালিকের
পক্ষে তার ব্যবসা সম্পর্কিত
কাজে এবং বিনা ভাড়ায় যাত্রী
বহনের জন্য ব্যবহৃত হয়, তাকে
প্রাইভেট সার্ভিস মোটরযান
বলে।
২১. প্র্রশ্ন ঃ ট্রাফিক সাইন
বা রোড সাইন (চিহ্ন) প্রধানত
কত প্রকার ও কী কী ?
উত্তরঃ ট্রাফিক সাইন বা
চিহ্ন প্রধানত তিন প্রকার। ক.
বাধ্যতামূলক, যা প্রধানত
বৃত্তাকৃতির হয়,
খ. সতর্কতামূলক, যা প্রধানত
ত্রিভুজাকৃতির হয় এবং গ.
তথ্যমূলক, যা প্রধানত
আয়তক্ষেত্রাকার হয়।
২২. প্রশ্ন : লাল বৃত্তাকার
সাইন কী নির্দেশনা প্রদর্শন
করে ?
উত্তরঃ নিষেধ বা করা যাবে না
বা অবশ্যবর্জনীয় নির্দেশনা
প্রদর্শন করে।
২৩. প্রশ্ন : নীল বৃত্তাকার
সাইন কী নির্দেশনা প্রদর্শন
করে ?
উত্তরঃ করতে হবে বা
অবশ্যপালনীয় নির্দেশনা
প্রদর্শন করে।
২৪. প্রশ্ন : লাল
ত্রিভুজাকৃতির সাইন কী
নিদের্শনা প্রদর্শন করে ?
উত্তরঃ সতর্ক হওয়ার
নির্দেশনা প্রদর্শন করে।
২৫. প্রশ্ন : নীল রঙের
আয়তক্ষেত্র কোন ধরনের সাইন ?
উত্তরঃ সাধারণ তথ্যমূলক
সাইন।
২৬. প্রশ্ন : সবুজ রঙের
আয়তক্ষেত্র কোন ধরনের সাইন?
উত্তরঃ পথনির্দেশক তথ্যমূলক
সাইন, যা জাতীয় মহাসড়কে
ব্যবহৃত হয়।
২৭. প্রশ্ন : কালো বর্ডারের
সাদা রঙের আয়তক্ষেত্র কোন
ধরনের সাইন?
উত্তরঃ এটিও পথনির্দেশক
তথ্যমূলক সাইন, যা মহাসড়ক
ব্যতীত অন্যান্য সড়কে
ব্যবহৃত হয়।
২৮. প্রশ্ন : ট্রাফিক সিগন্যাল
বা সংকেত কত প্রকার ও কী কী ?
উত্তর ঃ ৩ (তিন) প্রকার। যেমন-
ক. বাহুর সংকেত, খ. আলোর সংকেত ও
গ. শব্দ সংকেত।
২৯. প্রশ্ন : ট্রাফিক লাইট
সিগন্যালের চক্র বা অনুক্রম
গুলি কী কী ?
উত্তরঃ লাল-সবুজ-হলুদ এবং
পুনরায় লাল।
৩০. প্রশ্ন : লাল, সবুজ ও হলুদ
বাতি কী নির্দেশনা প্রদশন
করে ?
উত্তরঃ লালবাতি জ্বললে
গাড়িকে ‘থামুনলাইন’এর পেছনে
থামায়ে অপেক্ষা করতে হবে,
সুবজবাতি জ্বললে গাড়ি নিয়ে
অগ্রসর হওয়া যাবে এবং
হলুদবাতি জ্বললে গাড়িকে
থামানোর জন্য প্রস্তুতি নিতে
হবে।
[সংগ্রহ]