বাইকের যত্ন

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

বাইকের যত্ন

2020 Jan 29 09:39:00
বাইকে মূলত দুই ধরনের যন্ত্রাংশ রয়েছে—হার্ড ও সফট। দুই ধরনের যন্ত্রাংশ দুইভাবে পরিষ্কার করা উচিত। বাইকের যন্ত্রাংশগুলো এমন কিছু দিয়ে পরিষ্কার করা উচিত না, যাতে ওই উপকরণটির ঘষায় বাইকে দাগ (স্ক্র্যাচ) পড়ে যায়। এক টুকরা নরম ছেঁড়া কাপড় দিয়ে আলতোভাবে বাইক পরিষ্কার করতে পারেন। বাইকে এমন অনেক জায়গা আছে, যেখানে হাত পৌঁছায় না। সেসব জায়গা পরিষ্কার করার জন্য টুথব্রাশ ব্যবহার করুন। বাইকের চাকা পরিষ্কার করার জন্য লম্বা হাতলযুক্ত ব্রাশ ব্যবহার করতে পারেন। মোটরবাইক পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করার পর সুন্দরভাবে মুছে ফেলুন। এরপর আলো-বাতাস আছে এমন স্থানে রাখুন। বাইকের ফুয়েল লাইনের (তেলের নল) কোথাও ফাটা আছে কি না, তা চেক করুন। সামনের এবং পেছনের ব্রেক ঠিকমতো কাজ করছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা উচিত। ঠিকমতো কাজ না করলে দুটো ব্রেকের মধ্যে সমন্বয় করুন। মোটরবাইক পরিষ্কার করার সময় সবগুলো নাটবল্টু চেক করে দেখুন। নাটবল্টু ঢিলে থাকলে, শক্ত করে নিন। চাকার হাওয়ার প্রেশার নিয়মিত চেক করুন। কম বা বেশি থাকলে হাওয়া সমন্বয় করে নিন। জেনে রাখুন ১. মোটরবাইক নিয়মিত সার্ভিস করানো উচিত। ২. গ্রেড অনুযায়ী নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। ৩. ইয়ার ফিল্টার নিয়মিত পরিবর্তন করা উচিত। ৪. সম্ভব হলে প্রতিদিন সকালে যন্ত্রাংশগুলো চেক করুন। ৫. ধুলাবালি বেশি পড়ে বাইকের এমন অংশগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ৬. মোটরবাইকের চেইনে গ্রিজ ব্যবহার করবেন না। গ্রেড অনুযায়ী চেইন অয়েল ব্যবহার করুন।

প্রডাক্টস সাজেশন