ইঞ্জেক্টর ক্লিনার কি এবং কেন ব্যবহার করবেন
2020 Jan 24 09:02:00
বর্তমানে ফুয়েল ইঞ্জেকশন
বাইক অনেক জনপ্রিয় হচ্ছে।
তাই এখন এফআই বাইক খুবই কমন
শহরে গ্রামে। ইয়ামাহা,
হোন্ডা, সুজুকি এবং লিফান এর
এফআই বাইকগুলো এখন খুবই
জনপ্রিয়। এই ফুয়েল ইঞ্জেকশন
সিস্টেমে ফুয়েল ইঞ্জেক্টর
একটি ভাইটাল যন্ত্র। খুবই
সুক্ষ সুক্ষ ছিদ্র দিয়ে
ফুয়েল ইঞ্জেক্ট হয়। এটাকে
একটা সার্টেন সময় পর পর ক্লিন
করা লাগে, নয়তো সে তার
কাংক্ষিত পার্ফরমেন্স দিতে
পারে না। তাছাড়া বাংলাদেশে
ভেজাল ফুয়েলের কারনে ফুয়েল
ইঞ্জেক্টর দ্রুত ক্লগ হয়ে
কার্জকারিতা কমে যায়। তাই
একে একটা সময় পর পর এফ আই
ডায়াগ্নস্টিক টুলস বা
ফুয়েলের সাথে ইঞ্জেক্টর
ক্লিনার মিশিয়ে ক্লিন করতে
হয়।
কিন্তু দুঃখের বিষয় বড় বড়
বাইক কোম্পানি ঢাকাতে
ইঞ্জেক্টর ক্লিনিং টুলস এ
ইঞ্জেক্টর ক্লিনার ইউজ করলেও
ঢাকার বাইরে এখনো অক্টেন
দিয়ে ক্লিন করে ইঞ্জেক্টর।
ফলে ইঞ্জেক্টর সঠিক ভাবে
ক্লিন হয় নাহ কারন ইঞ্জেক্টর
ক্লিন ইঞ্জেক্টর ক্লিনিং
ক্যামিকেল দিয়েই করতে হয়।
তাই ঢাকার ভিতর ও বাইরের সকল
বাইকাররা ইঞ্জেক্টর ক্লিনিং
এর সুফল পান না। স্মুথনেস কমে
যাওয়া, টপ স্পিড কমে যাওয়া,
এক্সিলারেশন কমে যাওয়া,
রানিং অবস্থায় বাইক ধাক্কানো
প্রভৃতি ইঞ্জেক্টর ক্লগ জনিত
প্রবলেম ফেইস করেন অনেক সময়।
তাই সবার জন্যে উপযোগী এবং
দামে সাশ্রয়ী ফুয়েল
ইঞ্জেক্টর ক্লিনার, আমেরিকার
জনপ্রিয় ব্র্যান্ড Quaker City এর
STOP Fuel injector cleaner আনলাম আমরা। এটি
আইসো প্রপাইল এলকোহল বেইজ
একটি ইঞ্জেক্টর ক্লিনার যা
ফুয়েলের সাথে সঠিক রেশিও তে
মিশিয়ে দিলেঃ
ইঞ্জেক্টরের ক্ষুদ্র
ক্ষুদ্র ছিদ্র পরিষ্কার
করে।
ইঞ্জেক্টরের কার্বন ক্লগ
ক্লিন করে
ভ্যাপার ট্র্যাপ ক্লিন করে
ইউনিফর্ম ইঞ্জেক্ট হতে
সাহায্য করে।
ইঞ্জেক্টর ক্লিনার আসলে অনলি
ইঞ্জেক্টর ক্লিন করে না, এটা
আসলে যাবতীয় ফুয়েল লাইন
ক্লিন করে। ফুয়েল যেইসব
যায়গা দিয়ে যায়,সেই পথ
পরিস্কার করে। তাই এটা
ইঞ্জেক্টর ক্লিনের
পাশাপাশিঃ
ফুয়েল ইঞ্জেক্টর বাইকের
ফুয়েল পাম্প ক্লিন করে এর
কার্জকারিতা বাড়ায়।
কার্বুরেটর বাইকেও ইউজ করলে
কার্বুরেটর জেট ক্লিন করে
ফেলবে। তাই কার্বুরেটর
বাইকের ক্ষেত্রেও এটা চমৎকার
কার্যকরি এবং হাইলি
রিকমেন্ডেড।
ইনলেট ভালভ সিট আর ভালভ হেড
ক্লিন করে। সাথে আউটলেট ভালভ
ও কিঞ্চিত ক্লিন করে। এতে
”ভালভ লিকেজ” গত সমস্যা কমে
যায়, ভালভ হিটিং কম হয়। তাই
অপ্টিমাল পার্ফরমেন্স আসে।
পিস্টন হেড আর স্পার্ক প্লাগ
হাল্কা ক্লিন হয়।
ক্যাটালাইটিক কনভার্টার
হাল্কা ক্লিন হয়।
কত সময় পর পর ইউজ করা উচিত?
সাধারনত এফ আই বাইকের
ক্ষেত্রে ৫-৭ হাজার কি.মি. পর
পর আর কার্বুরেটর বাইকের
ক্ষেত্রে ১০ হাজার কি.মি. পর
পর এটা ব্যবহার করা উচিত।
STOP fuel injector cleaner ৩২৫ml এর বোতল। এক
একবার ক্লিনিং এ ১০ লিটার
ফুয়েলের সাথে অর্ধেক
বোতল(১৫০-১৬০মি.লি.) ঢেলে দিতে
হবে এবং ফুয়েল সম্পূর্ন শেষ
হওয়ার আগে ফুয়েল নেয়া যাবে
না।
এক একবার ক্লিনিং এ
১৫০-১৬০মি.লি. ইঞ্জেক্টর
ক্লিনার নিঃশোষিত করা লাগবে,
তাই ১০ লিটার তেল না নিয়েও
অল্প অল্প তেল নিয়ে উক্ত
রেশিও মেন্টেন করে
১৫০-১৬০মি.লি. ইউজ করতে
হবে(উদাহরনঃ ৫ লিটার ফুয়েলে
৭০-৮০মি.লি. ঢেলে উক্ত তেল শেষ
করে আবার ৫ লিটারে ৭০-৮০মি.লি.
দিয়ে দিবেন,তাইলে ১০ লিটারে
১৫০-১৬০মি.লি. ইউজ হয়ে যাবে।
বোতলের বাকি অর্ধেক অংশ
পরবর্তী ব্যাবহারের জন্যে
রেখে দিবেন।
#Collected