গিয়ার পরিবর্তন

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

গিয়ার পরিবর্তন

2020 Dec 01 03:14:00
প্রথম গিয়ারের পরের গিয়ারগুলো পরিবর্তন করার জন্য আসলে নির্দিষ্ট কোনো নিয়মকানুন নেই। এটি আপনাকে নিজে থেকে অনুভব করে করতে হবে। আপনার ইঞ্জিনের শব্দ যখন অতিরিক্ত বেড়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে গিয়ার পরিবর্তন করবেন। এক্ষেত্রে জেনে রাখা ভালো, প্রতিটি গিয়ারের একটি পয়েন্ট আছে যার পরে বাইকের পিকআপ বাড়ালেও বাইক আর সেই গিয়ারে তার থেকে বেশি স্পিড তুলতে পারে না বা ইঞ্জিন আর বেশি শক্তি কিংবা টর্ক তৈরি করতে পারে না। আপনার বাইকটি যদি গিয়ারের সেই লেভেলে চলে যায়, তাহলে আপনি আপনার বাইকের গিয়ার পরিবর্তন করে দিতে পারেন। আর তখনও গিয়ার পরিবর্তন না করলে এটা আপনার বাইকের ভেতরের যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। এক্ষেত্রে, আপনাকে বুঝতে হবে ইঞ্জিনের এই লেভেলটা আসলে কখন আসে যখন এক্সেলেরেট করার পরও ইঞ্জিন আর শক্তি উৎপন্ন করতে পারে না। আবার, খুব দ্রুত গিয়ার পরিবর্তন করাটাও খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। এর ফলে আপনার ইঞ্জিনের লাইফটাইম কমে যেতে পারে। আপনি যদি ইঞ্জিনের সর্বোচ্চ লেভেলে যাবার অনেক আগেই গিয়ার পরিবর্তন করতে থাকেন, তবে দেখা যাবে, একসময় আপনার ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হয়ে গেছে। তাই, সময় বুঝে সবসময় কাজ করতে হবে। আপনার বাইককে আপনার বুঝতে হবে। আর এক্ষেত্রে বারবার অনুশীলনের কোনো বিকল্প নেই। [অনলাইন থেকে সংগৃহীত]

প্রডাক্টস সাজেশন