মোটরসাইকেল চালানোর আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন (১)

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

মোটরসাইকেল চালানোর আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন (১)

2020 Sep 16 04:56:00
মোটরসাইকেল চালানো যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই বিপজ্জনক। ন্যাশনাল মোটরসাইকেল ইনস্টিটিউটের এক গবেষণায় জানা গেছে, গাড়ি চালানোর তুলনায় মোটরসাইকেল চালানো ২৭ গুণ বেশি ঝুঁকিপূর্ণ। তাই মোটরসাইকেল চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। তারপরও আপনি যদি মোটরসাইকেলের রোমাঞ্চকর যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করেন তবে এই ১৭টি নিরাপত্তা টিপস আপনার জন্য। ১. দক্ষতা ও যোগ্যতা অনুসারে চালান পর্যাপ্ত দক্ষতা অর্জন করলে আপনি মোটরসাইকেল নিয়ে কসরত (stunt) দেখাতে পারেন। কিন্তু কিছু কিছু রাস্তা দেখতে সহজ মনে হলেও সহজ হয় না। তাই কসরত দেখানোর জন্য আগে থেকে পর্যাপ্ত অনুশীলন করে নিন, যাতে হঠাৎ সামনে আসা যেকোনো বাঁকে আপনি মোটরসাইকেলকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। ২. মোটরসাইকেল নিরাপত্তা কোর্স করুন অধিকাংশ দেশে বাইক লাইসেন্স পাওয়ার জন্য একটি পরীক্ষা দিতে হয়। আবার, কিছু কিছু দেশে পরীক্ষার পাশাপাশি নিরাপত্তা কোর্স করতে হয়। যদি আপনার দেশে লাইসেন্সের জন্য মোটরসাইকেল নিরাপত্তা কোর্স করার প্রয়োজনীয়তা না থাকে, তারপরও একটি কোর্স করে ফেলুন। কেননা, এই কোর্স আপনাকে আপনার দেশের ট্রাফিক আইন সম্পর্কে শেখাবে, সাথে শেখাবে জরুরী মুহুর্তে কী আচরণ করতে হয়, পাশাপাশি নিয়ন্ত্রিত পরিবেশে নতুন অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ করে দেবে। ৩. চালানোর জন্য প্রস্তুত হন প্রতিবার যাত্রা শুরু করার আগে হর্ণ, লাইট, দিকনির্দেশক সংকেত ঠিকভাবে কাজ করছে কিনা দেখে নিন। এরপর দেখুন বেল্ট, চেইন ও ব্রেক ঠিক আছে কিনা। সর্বশেষ চাকার দিকে খেয়াল করুন। দেখুন, সেটি পর্যাপ্ত চাপে ঠিক জায়গায় আছে কিনা, কোনোভাবে খুলে যাওয়ার কোনো ঝুঁকি আছে কি না। ৪. নির্দিষ্ট গতিতে চালান প্রতিটি রাস্তার জন্য গতির সর্বোচ্চ সীমা নির্দিষ্ট করে দেওয়া আছে। রাস্তা অনুযায়ী নির্ধারিত গতির সীমাও বিভিন্ন হয়। এজন্য আশেপাশের সবকিছু দেখে মোটরসাইকেল চালাতে হয়। তবে, রাস্তা ফাঁকা থাকলে আপনি ঐ রাস্তার সর্বোচ্চ নির্ধারিত গতিতে মোটরসাইকেল চলাতে পারেন। [অনলাইন থেকে সংগৃহীত]

প্রডাক্টস সাজেশন