ট্র্যাফিক আইন সম্পর্কে কতটুকু জানেন ?
2020 Apr 27 09:41:00
রাস্তায় প্রতিদিন আমরা সবাই
চলাচল করলেও আমরা অনেকেই
কিন্তু ট্র্যাফিক আইন
সম্পর্কে তেমন একটা অবগত নেই
। বিশেষ করে যারা নতুন
মোটরসাইকেল চালক তাঁদের
বেশিরভাগই এই ব্যাপারে সচেতন
না ।
কিন্তু অনেক সময় এ কারণে
রাস্তায় আপনাকে পড়তে হতে
পারে আইনি ঝামেলায় এবং দিতে
হতে পারে জরিমানা কিংবা জেল
পর্যন্ত হতে পারে ।
চলুন তবে জেনে নেই, ট্র্যাফিক
আইন এবং ট্র্যাফিক আইন
ভঙ্গের বিভিন্ন শাস্তি এবং
জরিমানা সম্পর্কে ১০ টি তথ্য
–
১। হাইড্রোলিক হর্ন এর
ব্যবহারঃ জরিমানা হতে পারে
১০০ টাকা [ ১৯৮৩ সালের মোটরযান
আইনের ধারা নং-১৩৯ অনুযায়ী ]
২। ট্র্যাফিক পুলিশ এর আদেশ
নাম মানলে এবং তথ্য প্রদানে
অসংকোচ বোধ প্রকাশ করাঃ
জরিমানা ৪০০ টাকা। [১৯৮৩
সালের মোটরযান আইনের ধারা
নং-১৪০ (১) অনুযায়ী ]
৩। বিপরীত দিকে গাড়ি চালনা [
ওয়ানওয়ে রোডের ক্ষেত্রে ]
জরিমানা-২০০ টাকা- [১৯৮৩ সালের
মোটরযান আইনের ধারা নং-১৪০ (২)
অনুযায়ী ]
৪। রাস্তায় উল্ল্যেখ করা
গতির চাইতে দ্রুত গাড়ি চালনা
করলে-জরিমানা ৩০০ টাকা – [
ধারা – ১৪২ ]
৫। নিরাপত্তাবিহীন অবস্থায়
গাড়ি চালনা যেমন মোটরসাইকেল
এর জন্য হেলমেট না পরিধান করা
– জরিমানা ২৫০ থেকে ১৫০০ টাকা
[ ধারাঃ ১৪৯ ]
৬। রেজিস্ট্রেশন বিহীন এবং
ফিটনেস বিহীন গাড়ি চালনা / রুট
পারমিট ব্যাতিত গাড়ি
পরিচালনা-জরিমানা ১৫০০ টাকা
এবং একই ভুল আবার করলে
শাস্তির হার দ্বিগুণ –
জরিমানা দিতে হবে ২৫০০ টাকা [
ধারা-১৫২ ]
৭। অতিরিক্ত কালো ধোঁয়া
সৃষ্টি করলে – জরিমানা ২০০
টাকা [ ধারা ১৫০ ]
৮। নির্দিষ্ট ওজনের চাইতে
বেশি মাল পরিবহণ করলে-
জরিমানা ১০০০ টাকা – পুনরায়
ভুল করলে জরিমানা-২০০০টাকা [
ধারা ১৫৪ ]
৯। বীমা ব্যাতিত গাড়ি চালানো
– জরিমানা ৭৫০ টাকা [ ধারাঃ
১৫৫ ]
১০। প্রকাশ্য সড়কে বাধা
সৃষ্টি করলে – জরিমানা ৫০০
টাকা [ ধারাঃ১৫৭]
তাই আজই ট্র্যাফিক আইন মেনে
চলুন এবং নিজে ভালো থাকুন এবং
নিরাপদ সড়ক গঠনে সহায়তা করুন
।
[অনলাইন থেকে সংগ্রহ]