টাইমিং চেইনে সমস্যা?

শপিং কার্ট

অর্ডারের জন্য নির্বাচিত পন্যের তালিকা

সর্বমোটঃ

বাইক খুঁজুন

প্রডাক্ট ক্যাটাগরি

টাইমিং চেইনে সমস্যা?

2020 Feb 26 09:41:00
টাইমিং চেইন বা টাইমিং বেল্ট যা Cambelt নামে পরিচিত। প্রতিটা বাইকের ইঞ্জিনের জন্য টাইমিং চেইন খুব গুরুত্বপূর্ণ। টাইমিং চেইন বাইকের ইঞ্জিনের ভাল্ব সঠিক ভাবে সঠিক সময়ে খোলা ও বন্ধ হতে সাহায্য করে। বাইকের ইঞ্জিনের জন্য প্রথম ১৯৭০-৮০ সালের দিকে টাইমিং চেইন আবিস্কার হয়, যদিও টাইমিং বেল্ট অনেক আগেই সংজোজন হয়েছে। বাইক চালানোর ধরনের উপর বাইকের টাইমিং চেইন এর স্থায়িত্ব নির্ভর করে। কিন্তু কথা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে আপনার বাইকের টাইমিং চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে? শুরুতেই আলোচনা করা যাক টাইমিং চেইন কিভাবে কাজ করে? টাইমিং চেইন ইঞ্জিনের ভিতরে ফ্লাইহুইলের সাথে সংযুক্ত থাকে। যতক্ষন পিস্টন আপ-ডাউন করে ততক্ষণ ফ্লাইহুইল ঘুড়ে। এই ঘুর্ণন শক্তি টাইমিং চেইনের সাহায্যে গিয়ার প্লেটে আসে এবং আমাদের বাইক সচল হয়। আমাদের চাকার চেইনে সমস্যা হলে দেখা যায়। কিন্তু টাইমিং চেইন ইঞ্জিনের ভিতরে থাকে, এটি লুজ হলে কিংবা ক্ষয় হওয়া শুরু হলে আমরা দেখতে পাই না। কিন্তু কিছু লক্ষণ আপনার বাইকে দেখা দিলেই বুঝতে হবে টাইমিং চেইনে সমস্যা দেখা দিয়েছে। ১#ইঞ্জিন মিসফায়ার আপনি যখন হাই স্পিডে থেকে পিকআপ ছেড়ে দিবেন তখন মিসফায়ার করবে। পিকআপ ছেড়ে দিলে ইঞ্জিনের ক্যামশিফট মনে হচ্ছে ঘুড়তে চাচ্ছে না। বাইক মনে হচ্ছে ধাকাচ্ছে। কিন্তু ভরবেগের বা গতির কারণে ঘুরছে। এইসময় টাইমিং চেইনই চাকার শক্তি ইঞ্জিনের ক্যামশিফট পর্যন্ত নিয়ে যায়। যদি টাইমিং চেইন ঢিল হয় তাহলে ফ্লাইহুইলকে ঘুড়াতে পারে না। ফ্লাই হুইলকে স্পিন না করিয়েই এর উপর দিয়ে ঘুড়ে যায়। যার ফলে বিকট একটা শব্দের সৃষ্টি হয়। এটি হলো টাইমিং চেইন ড্যামেহ হওয়ার প্রথম লক্ষণ। ২# ইঞ্জিনে ধাতব কনার অস্তিত্ব আপনি যখন মবিল বা ইঞ্জিন ওয়েল ড্রেইন করবেন তখন পুরাতন ইঞ্জিন ওয়েল দেখবেন ধাতব কণার মিশ্রণ আছে। এটি হলো টাইমিং চেইন লুজ হবার ফল। টাইমিং চেইন লুজ হলে অন্য পার্টসের সাথে লেগে কিংবা ধাক্কাধাক্কিতে ক্ষয় হতে থাকে। এই ক্ষয় হওয়া অংশগুলো মবিলের সাথে মিশে। যা ইঞ্জিনের জন্য খুবই ক্ষতিকর। এইসব ধাতব কণা ইঞ্জিনের অন্যান্য অংশও নষ্ট করতে পারে। আপনি যদি মবিল ছাড়ার পর এসব ধাতব কণা দেখতে পান তবে যত দ্রুত সম্ভব টাইমিং চেইন পরিবর্তন করুন। বাইক দ্রুত গতিতে চলন্ত অবস্থায় টাইমিং চেইন ছিড়লে একধরণের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন। টাইমিং চেইন ছিড়ার সাথে সাথে বাইক অচল হয়ে যাবে। তেল ফুরালে সাহায্য পাওয়ার সম্ভবনা থাকে কিন্তু টাইমিং চেইন ছিড়লে সাহায্য পাওয়ার কোন সম্ভবনা নেই নিকটস্থ মেকারের দোকান ছাড়া। ৩# ইঞ্জিন থেকে বাজে শব্দ আসা টাইমিং চেইন নষ্ট হলে ইঞ্জিন থেকে এক প্রকার শিন শিন শব্দ বের হবে। যা সাধারন ইঞ্জিন সাউন্ড না। এটি বের হলেই বুঝতে হবে টাইমিং চেইন ঠিকমত ঘুড়তে পারছে না। লুজ হয়ে আছে। অর্থাৎ ইঞ্জিনের স্বাভাবিক শব্দ থেকে অতিরিক্ত যদি কোন শিন শিন শব্দ বের হয় তবেই বুঝতে হবে টাইমিং চেইনে ঝামেলা থাকতে পারে। আপনার বিশ্বস্ত মেকানিকের দোকানে নিয়ে চেক করান আপনার বাইক। আপনার বাইকের নরমাল চেইনের চাইতে টাইমিং চেইনের গুরুত্ব কোন অংশেই কম নয়। টাইমিং চেইন ছিড়ে গেলে আপনার বাইক সম্পূর্ন অকেজো হয়ে যাবে। যতই স্টার্ট দিন, পিক বাড়ান বাইক সামনে আগাবে না। সুতরাং টাইমিং চেইনের ব্যাপারে একটু সচেতন থাকুন। উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে অতিদ্রুত মেকানিক দেখান। টাইমিং চেইনের অবস্থা যদি ভালো না হয় তাহলে পরিবর্তন করে ফেলুন।

প্রডাক্টস সাজেশন