রাইডিং এ সতর্কতা
2021 Jan 02 03:38:00
ওভারটেক না করা
অপ্রয়োজনীয় ওভারটেক করা থেকে
বিরত থাকুন। ।ওভারটেক করতে
নিরাপত্তার বিষয়টি নিশ্চিত
হয়ে হর্ন দিয়ে ওভারটেক করুন।
সামনের গাড়ীর খুব কাছে না
যাওয়া
কোন গাড়ির খুব কাছে থাকবেন
না। সামনের গাড়ী হঠাৎ ব্রেক
করলে বিপদ ঘটতে পারে।
পেছনের গাড়ীর খুব সামনে না
থাকা
পেছনের গাড়ী আপনার খুব কাছে
থাকতে দিবেন না। তাকে সামনে
চলে যেতে সুযোগ দিন, নতুবা
কিছুটা গতি তুলে দূরত্ব তৈরি
করুন। গতিশীল অবস্থায়
সামান্য একটু ছোঁয়া বাইক
দূরে ছিটকে যেতে পারে।
বাঁকে সর্তক থাকা
বাঁক নিতে সতর্ক থাকুন, স্পীড
কমিয়ে ধীরসুস্থে পার হোন।
বিশেষকরে যে সকল বাঁকগুলো
গাছপালায় ভর্তি থাকে অথবা
কোন স্থাপনার কারণে বাঁকের
পরে কিছু দেখা যায় না সেগুলো
ভয়ঙ্কর।
মনযোগ অন্য দিকে না দেয়া
বাইক চালানোর সময় অমনযোগী
হওয়া চলবে না। খুব আনন্দে বা
ভীষণ মানসিক কষ্টের সময় বাইক
রাইডিং থেকে বিরত থাকুন।
চাকার হাওয়ার প্রেশার
চাকার প্রেসার ঠিক রাখুবন।
স্পীড ব্রেকারে সতর্কতা
শহরের ঘন ঘন স্পীড ব্রেকার
থাকতে পারে, কিন্তু সাধারনত
হাইওয়েতে স্পীড ব্রেকার দেয়া
হয় না, কিন্তু কোনো বাজার বা
বসতী এলাকার কাছে অনেক সময়
স্পীডব্রেকার দেয়া হয়। হঠাৎ
স্পীড ব্রেকার সামনে পড়লে
হার্ড ব্রেক করবেন না বরং
থ্রটল কমিয়ে দিন, যদি সম্ভব হয়
অল্প অল্প করে কয়েক বার ব্রেক
করুন, স্পীড ব্রেকারের একদম
কাছে চলে আসলে হ্যান্ডেল
সোজা রেখে পাদানির উপরে পা
রেখে সীট থেকে সামান্য উচু
হয়ে দাড়িয়ে যান। বাইক লাফ
দিলেও আশা করা যায় আপনি পড়ে
যাবেন না।
সঠিক ভাবে লেইন পরিবর্তন
করুন
বড় রাস্তায় যেখানে লেন রয়েছে
সেখানে যখন খুশি এদিক ওদিক
যাবার সুযোগ নেই। লেইন
পরিবর্তন করতে হলে যেদিকে
যাবেন লুকিং মিররে পেছনের
দিক নিশ্চিন্ত হয়ে নিন,
ইন্ডিকেটর লাইট জ্বেলে
সিগন্যাল দিয়ে সেদিকে চরে
যান। অপ্রয়োজনীয় ঘন ঘন লেইন
পরিবর্তন নিরাপদ নয়।