মোটরসাইকেল ড্রাইভিং সংক্রান্ত অপরাধ ও শাস্তির বিধান এবং জরিমানা
2020 Apr 29 10:35:00
নগরগুলোতে ব্যক্তিগত
মোটরগাড়ির সংখ্যা বৃদ্ধির
সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে
বাড়ছে সড়ক দুর্ঘটনা।
বেশিভাগ ক্ষেত্রেই, মোটরগাড়ি
চালানোর আইন-কানুন না জানা
কিংবা আইন-কানুনকে তোয়াক্কা
না করার প্রবণতাই এসব
দুর্ঘটনার অন্যতম কারণ।
দুর্ঘটনা থেকে রক্ষা পেতে,
পৃথিবীর অন্য দেশগুলোর মতো
বাংলাদেশেও রয়েছে মোটরগাড়ির
জন্য প্রযোজ্য বিশেষ আইন।
মোটরগাড়ি চালাতে গিয়ে এগুলো
অমান্য করলে আপনার বিরুদ্ধে
জরিমানা কিংবা মামলা হতে
পারে।
ঝুঁকি নিয়ে মোটরসাইকেল
চালানোর আগে একবার আইনের
কথাটা মাথায় রাখুন.
একটি মোটরসাইকেলে সর্বমোট
কতজন চলাচল করতে পারে?
এক মোটরসাইকেলে দুজন এর
বেশি যাত্রী থাকলে সেটা
বেআইনি। আর অবশ্যই দুজনকেই
মাথায় হেলমেট পরতে হবে।
নিজের জন্য হলেও আইন মেনে চলা
উচিত সবার। মোটরসাইকেল
চালানোর আগে অবশ্যই বিআরটিএ
থেকে নিবন্ধন সনদের সঙ্গে
পাওয়া আইনগুলো পড়ে নেওয়া
উচিত। কারণ, রাস্তায় চলাচলের
ক্ষেত্রে ট্রাফিক আইন ভঙ্গ
করলে জরিমানা গুনতে হবে।
মোটরযান আইন ১৯৮৮ (সংশোধনী)
অনুসারে, চালক ও যাত্রী
দুজনের মাথায় অবশ্যই হেলমেট
থাকতে হবে। এ ছাড়া হাতে
গ্লাভস ও পায়ে জুতা পরে তবেই
চালকের আসনে বসতে হবে। এসব
আইন না মেনে মোটরসাইকেল
চালালে পুলিশ যেকোনো সময়
মামলা করে দিতে পারে।
জরিমানা হলে করণীয়
জরিমানার রসিদ হাতে পাওয়ার
দু-তিন দিনের মধ্যেই
নির্ধারিত ট্রাফিক পুলিশ
অফিসে গিয়ে প্রয়োজনীয় তথ্য
জেনে নেয়া উচিত। জরিমানার
টাকা কোথায় কিভাবে জমা দিতে
হবে, সে সম্পর্কিত তথ্য জানা
যাবে সংশ্লিষ্ট অফিস থেকে।
ট্রাফিক পুলিশের নির্দিষ্ট
কাউন্টার, কোনো ব্যাংক কিংবা
অন্য কোনো অনুমোদিত জায়গায়
জরিমানার অর্থ জমা দেয়ার
ব্যবস্থা থাকে।
[তাই মোটরসাইকেল চালাতে
গিয়ে মামলায় জড়িয়ে পড়লে না হয়
জরিমানা দিয়ে রক্ষা পেলেন।
কিন্তু দুর্ঘটনায় যদি আপনার
জীবন টাই চলে যায় , সেই
জরিমানা কার কাছে দেবেন?]
ট্রাফিক আইন ভঙ্গের দায়ে
বছরে মামলা হচ্ছে প্রায় সাড়ে
সাত লাখ। জরিমানা আদায় করা
হচ্ছে প্রায় ৩০ কোটি টাকা।
তবুও রাস্তায় শৃঙ্খলা ফিরছে
না। আইন ভঙ্গের প্রবণতা
বাড়ছে।
পরিসংখ্যান বলছে, শুধুমাত্র
ঢাকায় চালকসহ পথচারী ৯০ ভাগ
মানুষ আইন ভঙ্গ করে চলেন।
তাছাড়া ট্রাফিক আইনে মোটর
ড্রাইভিং সংক্রান্ত বিভিন্ন
অপরাধ ও শাস্তির বিধানসমূহ
জানে না বেশিরভাগ ট্রাফিক
সার্জেন্ট। এ সংক্রান্ত কোন
প্রশিক্ষণেরও ব্যবস্থা নেই
তাদের।
একটি বেসরকারী প্রতিষ্ঠানের
গবেষণা ও পুলিশ
কর্তাব্যক্তিরা বলছেন,
রাজধানীতে প্রায় ৯০ ভাগ
মানুষ আইন ভঙ্গ করে রাস্তায়
চলাফেরা করেন। পথচারী থেকে
শুরু করে যারা গাড়ি চালান
তাদের প্রত্যেকেই আইন ভঙ্গের
জন্য দায়ী।
[অনলাইন থেকে সংগৃহীত]